Connect with us

গান বাজনা

অবন্তীর বিয়ে ১৫ ডিসেম্বর, পাত্র লন্ডন প্রবাসী সিলেটি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

অবন্তী সিঁথি (ছবি: ফেসবুক)

সংগীতশিল্পী অবন্তী সিঁথি গাটছঁড়া বাঁধতে যাচ্ছেন। আগামী ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। হবু বরের নাম অমিত দে। বাড়ি সিলেটে। দীর্ঘ ১৩ বছর ধরে লন্ডন প্রবাসী তিনি।

বিয়ের পুরো আয়োজন পারিবারিকভাবে হচ্ছে। গত আগস্টে অবন্তী ও অমিতের আশীর্বাদ অনুষ্ঠান হয়। রাজধানী ঢাকার মিরপুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

অবন্তী সিঁথি (ছবি: ফেসবুক)

জানা গেছে, অবন্তী ও অমিতের পরিচয় সাত-আট মাসের। একসঙ্গে একটি গানের কাজ করতে গিয়ে তাদের পরিচয় হয়। যদিও গানটা শেষ পর্যন্ত তৈরি হয়নি। ততদিনে পরিচয় থেকে গড়ে ওঠে সখ্য।

লন্ডনে অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা শেষ করে একটি ফিন্যান্স ফার্মে কর্মরত আছেন অমিত দে। পাশাপাশি গান করেন। কিবোর্ড আর পিয়ানো বাজাতে পারেন। আগামী মাসে বিয়ের জন্য ছুটিতে দেশে আসবেন তিনি।

অবন্তী সিঁথি (ছবি: ফেসবুক)

ভারতীয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় অংশ নিয়ে ‘শিস কন্যা’ হিসেবে পরিচিতি পান অবন্তী সিঁথি। তার গাওয়া জনপ্রিয় গানের তালিকায় উল্লেখযোগ্য– ‘রূপকথার জগতে’ (নেটওয়ার্কের বাইরে), ‘পাখি পাখি মন’ (ঊনিশ ২০), ‘গাঁ ছুয়ে বলো’ (সুড়ঙ্গ)।

সিনেমাওয়ালা প্রচ্ছদ