Connect with us

ঢালিউড

অবশেষে এলো ট্রেলার, শাকিব বললেন– ‘তুফান পোষ মানে না, পোষ মানায়’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তুফান’ সিনেমার ট্রেলারে শাকিব খান (ছবি: চরকি)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার বহুল প্রতীক্ষিত ট্রেলার এলো। বেশ কিছু সংলাপ, ধুন্ধুমার অ্যাকশন, রোমান্টিক মুহূর্ত ও গানের অংশবিশেষ দিয়ে সাজানো হয়েছে এটি।

গতকাল (১৫ জুন) রাতে ইউটিউবে চরকি ও এসভিএফ চ্যানেলে অবমুক্ত হয়েছে ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারটি। এর শুরুতে কিছু দৃশ্যের সঙ্গে নেপথ্যে অভিনেতা চঞ্চল চৌধুরীর সংলাপ শোনা যায়, ‘তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়, তুফান যা হতে চেয়েছিলো, তাই হয়েছে। রাক্ষস!’

এরপর রয়েছে মিশা সওদাগরের একটি সংলাপ, ‘একটা ১৫ বছরের পোলা, দিনের আলোতে জবাই কইরা ফালাইছে, এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো।’ গল্পে তার চরিত্রের নাম বাসির। লোকটির কথার রেশ ধরে তুফান বলে, ‘কিন্তু বাসির ভাই জানতো না, আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো।’ ট্রেলারে তার আরেকটি আকর্ষণীয় সংলাপ হলো, ‘তুফান পোষ মানে না, পোষ মানায়।’

একটি দৃশ্যে দেখা গেছে সালাউদ্দিন লাভলুকে। তিনি প্রশ্ন করেন, ‘এই তুই কেডারে?’

আরেকটি দৃশ্যে ফজলুর রহমান বাবু জানতে চান, ‘কী চাও তুমি?’ উত্তরে তুফান বলে, ‘পুরা দেশ।’

‘তুফান’ সিনেমার ট্রেলারে শাকিব খান (ছবি: চরকি)

‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা ও পশ্চিমবঙ্গের তারকা মিমি চক্রবর্তী। তুফানে পরিণত হওয়ার আগে নাবিলার সঙ্গে তার প্রেম দেখা যাবে। আর গ্যাংস্টার কুখ্যাতির পর মিমির সঙ্গে রসায়ন তৈরি করেছেন তিনি।

সিআইডি আকরাম চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। ট্রেলারের শুরুর মতো শেষ হয়েছে তার সংলাপে। ঊর্ধ্বতন কর্মকর্তাকে তিনি বলেন, ‘একটা যদি সুযোগ পাই, তুফানকে খেয়ে দেবো স্যার।’

গাজী রাকায়েতকে দেখা গেছে গল্পের সূত্রধরের ভূমিকায়। এছাড়া অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম।

ঈদুল আজহায় বড় পর্দায় ঝড় তুলতে আসছে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পাবে আগামী ২৮ জুন।

‘তুফান’ সিনেমার ট্রেলারে শাকিব খান (ছবি: চরকি)

ট্রেলারে দিলশাদ নাহার কনার গাওয়া ‘দুষ্টু কোকিলা’ শিরোনামের গানে মিমির ঝলমলে নাচের ঝলক দেখা গেছে। সিনেমাটির টাইটেল গান গেয়েছেন আরিফ রহমান জয়। এতে র‍্যাপ করেছেন রাপাস্তা দাদু। এর কথা লিখেছেন তাহসান শুভ, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। আইটেম গান ‘লাগে উরাধুরা’ গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। এর কথা লিখেছেন শরিফ উদ্দিন ও রাসেল মাহমুদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজ্জাক দেওয়ান ও প্রীতম হাসান।

‘তুফান’ প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওস লিমিটেড। এর আন্তর্জাতিক পরিবেশক পশ্চিমবঙ্গের এসভিএফ এবং ডিজিটাল পার্টনার চরকি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ