Connect with us

সিনেমা হল

লুঙ্গি পরেই রাজ-মিমের সঙ্গে ‘পরাণ’ দেখলেন সেই বৃদ্ধ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ

সামান আলি সরকারের পাশে বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ (ছবি ফেসবুক)

হাফহাতা সাদা শার্ট ও লুঙ্গি পরে দাঁড়িয়ে এক বৃদ্ধ। তার নাম সামান আলি সরকার। ঢাকার সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘পরাণ’ দেখতে গেলেও টিকিট কাউন্টার থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। কারণ তিনি লুঙ্গি পরে গিয়েছিলেন! সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়ে। একদিনের ব্যবধানে লুঙ্গি পরেই পরিবার নিয়ে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ দেখতে পারলেন সামান আলি সরকার। আজ (৪ আগস্ট) সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করেছেন তিনি। 

মিম বলেন, “সামান আলি সরকার চাচার সঙ্গে দেখা হলো। একদম সাদাসিধে একজন মানুষ, ভালো মনের মানুষ। ‘পরাণ’ নিয়ে চাচার উচ্ছ্বাস আমাকে ছুঁয়ে গেছে। সিনেপ্লেক্সকেও ধন্যবাদ ভুল বোঝাবুঝির এতটা দ্রুত অবসান করায়। ‘পরাণ’ জনমানুষের সিনেমা। ‘পরাণ’ নিয়ে সবার এতো উচ্ছ্বাস, আবেগ দেখতে ভীষণ ভালো লাগছে।”

লুঙ্গি পরায় দর্শকের কাছে টিকিট বিক্রি না করার ঘটনায় আজ সকালে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবস্থান জানায়। তাদের বক্তব্য, ‘আমরা গ্রাহকদের সঙ্গে কোনো কিছুর ওপর ভিত্তি করে বৈষম্য করি না। আমাদের সংস্থায় এমন কোনো নিয়ম বা নীতি নেই, যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সবসময় স্বাগতম।’

স্টার সিনেপ্লেক্স

স্টার সিনেপ্লেক্সে পরিবার নিয়ে সামান আলি সরকার (ছবি: ফেসবুক)

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ মনে করে, ‘ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফল। আমরা এই ঘটনায় গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা স্টার সিনেপ্লেক্স পরিবার, আমাদের গ্রাহকদের সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

স্টার সিনেপ্লেক্স

স্টার সিনেপ্লেক্সে পরিবার নিয়ে সামান আলি সরকার (ছবি: ফেসবুক)

সামান আলি সরকারকে পরিবারের সঙ্গে সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

‘পরাণ’ দেখতে আসায় সামান আলি সরকার ও তার পরিবারকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বরাবরই দর্শকদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। দর্শকদের চাহিদা, সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। আসলে, দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের প্রাণ। দর্শকদের ভালোবাসা নিয়েই স্টার সিনেপ্লেক্স আজ এ পর্যায়ে এসেছে। স্টার সিনেপ্লেক্সের যতটুকু সাফল্য তার মূল কৃতিত্ব দর্শকদের। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় একজন দর্শক লুঙ্গি পরে আসার কারণে তাকে টিকেট দেয়া হয়নি বলে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে। বিষয়টি খুবই অনাকাঙ্খিত এবং দুর্ভাগ্যজনক। প্রকৃত অর্থে, স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার ক্ষেত্রে দর্শকদের পোশাক-পরিচ্ছদ নিয়ে এমন কোন নিয়ম-নীতি নেই। আমরা মনে করি, সকলেরই সিনেমা দেখার অধিকার রয়েছে। এখানে কোন বৈষম্য নেই। দর্শকদের সিনেমা দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং সিনেমা দেখার অভিজ্ঞতাকে সুন্দর ও আনন্দময় করতে আমরা সবসময় সচেষ্ট। পোশাক দর্শকদের একান্তই ব্যক্তিগত স্বাধীনতা। এক্ষেত্রে আমাদের কোন বিধি-নিষেধ নেই। তাই লুঙ্গি পরে আসা দর্শকের টিকেট না পাওয়ার ঘটনাটি নিতান্তই ভুল বোঝাবুঝির ফলাফল, যা আমাদের জন্য বিব্রতকর ও দু:খজনক। আমরা এরইমধ্যে উক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে উনাকে ও উনার পরিবারসহ স্টার সিনেপ্লেক্সে ছবি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি আমাদের কথা রেখেছেন ও আজ সন্ধ্যায় তিনি তার পরিবারসহ স্টার সিনেপ্লেক্সের মিরপুর সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ ছবিটি দেখছেন।’

একইসঙ্গে তারা জানায়, ঘটনাটির তদন্ত করা হচ্ছে যেন ভবিষ্যতে এ ধরনের ভুল বোঝাবুঝি না হয়।

বিদ্যা সিনহা মিম

সামান আলি সরকারের পাশে বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)

‘পরাণ’ সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের আশা, স্টার সিনেপ্লেক্স অবশ্যই সঠিক তদন্ত করবে। তিনি স্টার সিনেপ্লেক্সকে ধন্যবাদ দিয়েছেন। তার মতে, ‘বাংলা সিনেমা এখন যে ভালো অবস্থার দিকে যাচ্ছে অনেকটুকু অবদান স্টার সিনেপ্লেক্সের এটা মানতেই হবে। তারা বাংলা সিনেমাকে ভালোবাসেন এবং পাশে থাকেন। আমার মনে হয় আমাদেরও স্টার সিনেপ্লেক্সের পাশে থাকা উচিত।’

মিমের আহ্বান, “প্রিয় যেকোনো পোশাকেই ‘পরাণ’ দেখুন।”

ফেসবুকে বাংলা চলচ্চিত্র গ্রুপে সামান আলি সরকারের একটি স্থিরচিত্র ও একটি ভিডিও শেয়ার করেন কাউসার আহমেদ রোহান। ভিডিওতে বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করা হয়, আপনার কাছে টিকিট বিক্রি করেনি কেনো? তার উত্তর ছিলো, ‘লুঙ্গি পরেছি বলে আমার কাছে টিকিট বিক্রি করবে না।’

বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ

সামান আলি সরকারের পাশে বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ (ছবি ফেসবুক)

ভিডিওটি দেখে ব্যথিত হয়েছেন ‘পরাণ’ সিনেমার কলাকুশলীরা। পরিচালক রায়হান রাফি, অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বুধবার (৩ আগস্ট) রাতে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওটি পোস্ট করেন। তারা বলেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? অনুগ্রহপূর্বক আমাকে শুধু ইনবক্সে তার নম্বর বা ঠিকানা ব্যবস্থা করে দিন। আমি নিজে তার সঙ্গে বসে আমার টিম নিয়ে ‘পরাণ’ দেখবো। আমরা ছবিটা দেখবো, বাবা-ছেলে-মেয়ে গল্প করবো। অনুরোধ রইলো, আমাকে কেউ একটু জোগাড় করে দেন।’

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘পরাণ’ এখনো হাউজফুল। বরগুনার আলোচিত একটি সত্যি ঘটনার ছায়া অবলম্বনে ত্রিভুজ প্রেমের গল্পে সাজানো হয়েছে এটি। এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এছাড়া আছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশারসহ অনেকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ