Connect with us

বলিউড

অবশেষে হৃতিকের সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার ছবি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

হৃতিক রোশন ও সাবা আজাদ

হৃতিক রোশন ও সাবা আজাদ (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড হার্টথ্রব হৃতিক রোশন সিনেমার কাজের বাইরে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কের জন্য খবরের শিরোনাম হচ্ছেন হরহামেশা। কয়েকদিন আগে রিচা চাড্ডা ও আলি ফজলের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে আলোকচিত্রীদের ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়িয়েছিলেন তারা।

সাবা প্রায়ই হৃতিকের প্রতি তার আবেগ-অনুভূতি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও স্টোরিস দিয়েছেন। তবে হৃতিক তার ব্যক্তিজীবনের এই সম্পর্কের বিষয়টি ভক্তদের কাছ থেকে এতোদিন দূরেই রেখেছিলেন বলা চলে। অবশেষে হৃতিকের সোশ্যাল মিডিয়ায় প্রথমবার আবির্ভাব হলো সাবার!

সাবা আজাদ ও হৃতিক রোশন

সাবা আজাদ ও হৃতিক রোশন (ছবি: ইনস্টাগ্রাম)

গত ১২ অক্টোবর ‘কৃষ’ তারকা নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাবা আজাদের সঙ্গে তোলা একটি সেলফি ভক্তদের দেখিয়েছেন। মজার বিষয় হলো, পুরনো ছবিটি চলতি বছরের শুরুর দিকে তাদের লন্ডন ভ্রমণের সময় তোলা। সেলফিতে দেখা গেছে, মোবাইল ফোনের ক্যামেরায় হৃতিক হাসিমুখে ক্লিক করার সময় পেছনে একটি বেঞ্চে বসা সাবার দৃষ্টি ছিলো অন্যদিকে। তিনি পা দুটো ধরে বেঞ্চের ওপর বসেছিলেন।

হৃতিক রোশন ও সাবা আজাদ

হৃতিক রোশন ও সাবা আজাদ (ছবি: ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রামে সেলফির ক্যাপশনে হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে হৃতিক লিখেছেন, একটি বেঞ্চে বসে থাকা মেয়ে। এরপর তিনি যোগ করেছেন, ‘গ্রীষ্ম ২০২২, লন্ডন। ভ্যান গগের সৃষ্টিকর্মে ডুবে থাকার অভিজ্ঞতা।’

স্বাভাবিকভাবেই ইনস্টাগ্রামের পোস্টটি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত এতে লাইক পড়েছে ১৭ লাখ ৩০ হাজারের বেশি। তার ভক্তরা হৃদয় আকৃতি ও অগ্নিশিখার ইমোজি দিয়ে নানান মন্তব্য করেছে। অনেকে তাদের সেরা যুগল স্বীকৃতি দিয়েছে।

হৃতিক রোশন ও সাবা আজাদ

হৃতিক রোশন ও সাবা আজাদ (ছবি: ইনস্টাগ্রাম)

সাবা আজাদ মন্তব্যের ঘরে লিখেছেন, ‘গ্রীষ্মের এক অলস বিকেলে ভ্যান গগ। সেরা মানুষের সঙ্গে সেরা দিন।’

চলতি বছরের শুরুতে সাবা আজাদের সঙ্গে হৃতিক রোশনের সম্পর্কের গুজব ছড়িয়ে পড়ে। তখন রাতে একসঙ্গে নৈশভোজের পর ক্যামেরায় ধরা পড়েন তারা। গুঞ্জন রয়েছে, ভারতের জনপ্রিয় ইলেক্ট্রনিক ব্যান্ড ম্যাডবয়/মিঙ্কের সদস্য সাবার সঙ্গে কয়েক মাস ধরে চুপিসারে প্রেম করছেন হৃতিক।

সাবা আজাদ ও হৃতিক রোশন

সাবা আজাদ ও হৃতিক রোশন (ছবি: ইনস্টাগ্রাম)

এদিকে হৃতিক রোশনের নতুন সিনেমা ‘বিক্রম বেদা’ মুক্তি পেয়েছে গত ৩০ সেপ্টেম্বর। পুষ্কর-গায়ত্রীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন সাইফ আলি খান, রাধিকা আপ্তে, রোহিত শরফ, যোগিতা বিহানি, শারিব হাশমি, সত্যদীপ মিশ্র প্রমুখ। এটি হলো ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের তামিল সিনেমার হিন্দি রিমেক।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ