Connect with us

ঢালিউড

অভিনন্দনে ভাসছেন ফেরদৌস, তারকারা কে কীভাবে শুভেচ্ছা জানালেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রুপালি পর্দার গণ্ডি পেরিয়ে ভোটের মাঠে নেমে জিতলেন ফেরদৌস আহমেদ (ছবি: ফেসবুক)

রাজনীতির মাঠে অভিষেকেই ছক্কা হাঁকালেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে বিপুল ভোটে জিতেছেন তিনি। তাকে অভিনন্দনে ভাসিয়েছেন শোবিজ তারকারা। তার সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়েছেন অনেকে।

এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হন ফেরদৌস। আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট। গতকাল (৭ জানুয়ারি) রাতে ফল প্রকাশিত হয়।

ফেরদৌসের সঙ্গে আশনা হাবিব ভাবনা (ছবি: ফেসবুক)

বিজয়ী ঘোষণার পর ফেরদৌসকে সামনাসামনি অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সেই মুহূর্তে তোলা কয়েকটি ছবি শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘খুবই আনন্দের মুহূর্ত। আমাদের ঢাকা-১০ আসনে জিতে গেলেন আমাদের প্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ ভাই। জয় বাংলা।’

ফেরদৌসের সঙ্গে আঁখি আলমগীর (ছবি: ফেসবুক)

গায়িকা আঁখি আলমগীরের জন্মদিন ছিলো ৭ জানুয়ারি। এমন দিনেই জয় হলো ফেরদৌসের। সেই প্রসঙ্গ উল্লেখ করে আঁখি লিখেছেন, ‘ফেরদৌস আহমেদকে আন্তরিক অভিনন্দন জানাই! আমি বিশ্বাস করি, নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করে আপনি আমাদের সবাইকে গর্বিত করবেন। আমাদের নতুন নেতা আপনাকে শুভেচ্ছা! আমার জন্মদিন ও আপনার দারুণ জয়ের ফলে আমার দিনটা ভরিয়ে দিয়েছে।’

ফেরদৌস ও দিনাত জাহান মুন্নী (ছবি: ফেসবুক)

আরেক গায়িকা দিনাত জাহান মুন্নীর কাছে ফেরদৌস তার প্রিয় পর্দার হিরো। অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘আজ থেকে আপনি জনতার হিরো। আপনার জন্য শুভকামনা। পাশে আছি সবসময়, যেমনি ছিলেন আপনিও। সেদিন আপনার সঙ্গে হাঁটতে হাঁটতে দেখেছি বস্তিবাসী সাধারণ মানুষের সঙ্গে আপনি কত সহজ সরল আচরণ করেছেন। আপনাকে তারা ভালোবাসে।’

রুপালি পর্দার গণ্ডি পেরিয়ে ভোটের মাঠে নেমে জিতলেন ফেরদৌস আহমেদ (ছবি: ফেসবুক)

চিত্রনায়ক জিয়াউল রোশানের কাছে ফেরদৌস প্রিয় নায়ক ও একজন বড় ভাই। এবার যোগ হলো এমপি পদ। রোশানের অনুভূতিতে, ‘এ যেন ঘরের মানুষটাই জয়ী হলো। আপনাকে এমপি পদে জয়ী হতে দেখে অসম্ভব ভালো লাগা কাজ করছে নিজের ভেতর।’

ফেরদৌসের সঙ্গে নিরব হোসেন (ছবি: ফেসবুক)

ফেরদৌসের সঙ্গে একই রকম বর্ণিল নকশার পাঞ্জাবি পরে তোলা একটি ছবি শেয়ার করেছেন চিত্রনায়ক নিরব হোসেন। অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘বুকের সিনাটা টান টান লাগতেছে! আপনাকে নিয়ে গর্ব হয়।’

ফেরদৌসের সঙ্গে ছোট পর্দার তারকারা (ছবি: ফেসবুক)

‘জয় বাংলা’ স্লোগান লিখে ফেরদৌসকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ, তানভীন সুইটি, দীপা খন্দকার, মৌসুমী হামিদ, চিত্রনায়িকা অঞ্জনা, গায়িকা সিঁথি সাহা।

ফেরদৌসের সঙ্গে বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)

এছাড়া অভিনন্দনে সিক্ত করেছেন গায়িকা সোমনূর মনির কোনাল, গায়ক নোলক বাবু, মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, শিপন মিত্র, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, কেয়া, শাহনূর, শিরিন শিলা, তানহা তাসনিয়া ইসলাম, রঞ্জিতা, প্রিয়াঙ্কা বসাক, পরিচালক অনিমেষ আইচ, অঞ্জন আইচ, বদিউল আলম খোকন, মোস্তাফিজুর রহমান মানিক, সৈকত নাসির, শাহনেওয়াজ কাকলী, শাহীন কবির টুটুল, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, উপস্থাপক ফারহানা নিশো।

রুপালি পর্দার গণ্ডি পেরিয়ে ভোটের মাঠে নেমে জিতলেন ফেরদৌস আহমেদ (ছবি: ফেসবুক)

ফেরদৌস ছাড়া শোবিজ থেকে কেবল আসাদুজ্জামান নূর জিতেছেন। তবে গায়িকা মমতাজ বেগম, ডলি সায়ন্তনী ও চিত্রনায়িকা মাহিয়া মাহি হেরে গেছেন ভোটের মাঠে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ