Connect with us

বলিউড

শুটিং ফ্লোর থেকে হাসপাতালে দীপিকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)

শুটিং ফ্লোরে আচমকাই অস্বস্তি বোধ করায় হাসপাতালে গেলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতের হায়দরাবাদে তেলুগু নির্মাতা নাগ অশ্বিনের পরিচালনায় একটি সিনেমার কাজ করছিলেন তিনি। এরমধ্যে ঘটে গেলো বিপত্তি।

শোনা যাচ্ছে, শুটিং ইউনিটকে হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার কথা বলেছিলেন দীপিকা। তখন তার বুক ধড়ফড় করছিলো। এ কারণে অস্বস্তি লেগেছে তার।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)

যদিও চিকিৎসকরা জানিয়েছেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। দীপিকা ভালো আছেন। এখন বাড়িতে বিশ্রাম নিচ্ছেন তিনি।

‘প্রজেক্ট কে’ নামে সিনেমাটির শুটিং চলছে। এতে দীপিকার বিপরীতে দেখা যাবে ‘বাহুবলী’ তারকা প্রভাসকে। এছাড়া আছেন অমিতাভ বচ্চন।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)

দীপিকার হাতে আরও আছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’। এতে আরও অভিনয় করেছেন শাহরুখ খান ও জন আব্রাহাম। এছাড়া হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ সিনেমায় দেখা যাবে তাকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ