Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

অস্কার ২০২৩: শ্যাম্পেন রঙের কার্পেটে হাজির তারকারা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউডের ডলবি থিয়েটারে ১২ মার্চ (বাংলাদেশ সময় ১৩ মার্চ সকাল ৮টায়) শুরু হবে ৯৫তম অস্কারের জমকালো আসর। আমেরিকান টিভি ব্যক্তিত্ব জিমি কিমেলের সঞ্চালনায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তারকারা। 

March 13, 2023 5:56 am

গতবারের অস্কারে কী ঘটেছিলো

৯৪তম অস্কারে ফিরে তাকালে সবকিছু ছাপিয়ে সামনে ভেসে ওঠে মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে উইল স্মিথের কষে চড় মারার দৃশ্য। সেই মুহূর্ত কেইবা ভুলতে পারে! অ্যালোপেসিয়ার কারণে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথের চুল পড়ে গেছে। তার ন্যাড়া মাথা নিয়ে ক্রিস রকের রসিকতা ভালোভাবে নিতে পারেননি উইল স্মিথ। শেষমেষ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মঞ্চে গিয়ে ক্রিস রককে চড় মেরে বসেন তিনি। পরে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণের পর কান্নাভেজা চোখে অ্যাকাডেমি ও অন্য মনোনীতদের কাছে ক্ষমা চেয়েছেন। অনুষ্ঠানটির কয়েকদিন পর ক্রিস রকের কাছে প্রকাশ্যে দুঃখিত বলেছেন তিনি।

সম্প্রতি নেটফ্লিক্সে উইল স্মিথের হাতে চড় হজমের সেই বিশ্বকাঁপানো ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুলেছেন ক্রিস রক। তিনি রসিকতার সুরে বলেন, ‘এখনো ব্যথা লাগে।’ তিনি কেনো অস্কারের মঞ্চে প্রতিবাদ জানাননি? এর উত্তরে তার বক্তব্য হলো, ‘আমার মা-বাবা আছে! কারণ আমি বেড়ে উঠেছি। মা-বাবা আমাকে কী শিখিয়েছেন? শ্বেতাঙ্গদের সামনে কখনো লড়তে যেও না।’

March 13, 2023 5:33 am

চকচকে মালালা

নজরকাড়া রুপালি পোশাকে অস্কারের শ্যাম্পের কার্পেটে পা রাখলেন পাকিস্তানি সমাজকর্মী মালালা ইউসুফজাই। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র শাখায় মনোনীত ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’-এর নির্বাহী প্রযোজক সবচেয়ে কনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার জয়ী এই তরুণী। সেই সূত্র ধরে হলিউডের ডলবি থিয়েটারে তার পা পড়লো। প্রামাণ্যচিত্রটিতে একজন আফগান শরণার্থীর গল্প বলা হয়েছে। সে একজন মার্কিন নৌ সদস্যের মুখোমুখি হয়, যিনি আফগানদের ইন্ডিয়ানা মসজিদে বোমা মারার পরিকল্পনা করে। ইতোমধ্যে এটি বেশকিছু পুরস্কার পেয়েছে।

March 13, 2023 5:21 am

এবারের আসরে মঞ্চে উঠবেন যেসব তারকা

অস্কারের সোনার মূর্তি বিজয়ীদের হাতে তুলে দেবেন তারকারা। আয়োজকরা কয়েক ধাপে তাদের তালিকা প্রকাশ করেছে। জেনে নিন তাদের কয়েকজনের নাম।

  • বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, হংকংয়ের অভিনেতা ডনি ইয়েন, স্প্যানিশ অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডেরাস, ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ।
  • আমেরিকান অভিনেতা হ্যারিসন ফোর্ড, জন ট্রাভোল্টা, অ্যান্ড্রু গারফিল্ড, স্যামুয়েল এল. জ্যাকসন, ডোয়ায়েন জনসন, মাইকেল বি. জর্ডান, জনাথান মেজরস, হিউ গ্র্যান্ট, পল ড্যানো, পেড্রো পাসকাল, জন চো।
  • মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক, অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান, ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ, এমিলি ব্লান্ট, কারা ডেলেভিন।
  • আমেরিকান অভিনেত্রী হ্যালি বেরি, জোয়ি স্যালডানা, এলিজাবেথ ওলসেন, এলিজাবেথ ব্যাঙ্কস, সিগোর্নি উইভার, গ্লেন ক্লোজ, জেনিফার কনেলি, মেলিসা ম্যাককার্থি, কেট হাডসন, মিন্ডি ক্যালিং, ইভা লঙ্গোরিয়া, জুলিয়া লুইস-ড্রেফাস, অ্যান্ডি ম্যাকডাউয়েল, ডানাই গুরিরা।
  • সংগীতশিল্পী হ্যালি বেইলি, জানেল মনো, কোয়েস্টলাভ।
March 13, 2023 5:17 am

কীভাবে দেখবেন

ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করবে ৯৫তম অস্কারের জমকালো অনুষ্ঠান। বিশ্বের কোটি কোটি দর্শকের জন্য টিভি সেটের সামনে বসে এই আয়োজন উপভোগের সুযোগ থাকছে। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কায় স্টার মুভিজ, স্টার মুভিজ সিলেক্ট, স্টার ওয়ার্ল্ড, স্টার ওয়ার্ল্ড প্রিমিয়ার এইচডি, স্টার ওয়ান, স্টার প্লাস, স্টার গোল্ড, স্টার উৎসব, ফক্স, ফক্স ক্রাইম, এফএক্স এবং বিজায় চ্যানেলে আজ সকাল ৭টায় দেখা যাবে অনুষ্ঠানটি। এছাড়া অস্কারের দুটি ওয়েবসাইট, দ্য অ্যাকাডেমি নামের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউটিউবে অস্কারস নামের চ্যানেলে দেখা যাবে ৯৫তম আসর।

March 13, 2023 5:13 am

তিন ঘণ্টার আয়োজন

১৯২৯ সালে প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের দৈর্ঘ্য ছিলো মাত্র ১৫ মিনিট। ৯৫তম অস্কারের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে তিন ঘণ্টাব্যাপী। তবে আধাঘণ্টা বাড়তেও পারে!

হলিউড রুজভেল্ট হোটেলে আয়োজন করা হয়েছে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের পার্টি। পুরস্কার বিতরণ শেষে বিজয়ী ও অতিথিরা সেখানে খানাপিনা উপভোগের জন্য যাবেন।

March 13, 2023 4:35 am

‘নাটু নাটু’ গানের দুই গায়ক হাজির

এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’র দুই গায়ক রাহুল সিপ্লিগুঞ্জ ও কালা ভৈরবা অনুষ্ঠানে চলে এসেছেন। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সেরা মৌলিক গান শাখায় এটি টেলর সুইফট ও রিয়ানাকে হটিয়ে পুরস্কার জিতে ইতিহাস গড়েছে। অস্কারে মনোনয়ন পেয়েও রেকর্ড গড়েছে জনপ্রিয় গানটি। এবারই প্রথম ভারতের কোনো সিনেমা সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্রের বাইরে অন্যটিতে মনোনীত হলো। ২০২১ সালে ১৭ দিন ধরে ‘নাটু নাটু’র শুটিং হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারি বাসভবনের সামনে। ‘আরআরআর’ সিনেমার পূর্ণাঙ্গ রূপ হলো রাইজ, রোর, রিভোল্ট। ভারতে ব্রিটিশ শাসনামলের ঐতিহাসিক প্রেক্ষাপটে দুই বিপ্লবীকে কেন্দ্র করে সাজানো হয়েছে এটি।

March 13, 2023 4:00 am

কোন ছবি জিতবে অস্কারের সর্বোচ্চ সম্মান

৯৫তম অস্কারে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া সিনেমা
এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স (১১)
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (৯)
দ্য বানশিজ অব ইনিশেরিন (৯)
এলভিস (৮)
দ্য ফেবলম্যানস (৭)
টপ গান: ম্যাভেরিক (৬)
টার (৬)
ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার (৫)
অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার (৪)

March 13, 2023 3:42 am

লালগালিচাকে লাল কার্ড!

অস্কারের লালগালিচা লাল নেই! ৬২ বছর পর রঙ বদলের ঘটনা দেখা গেলো। শ্যাম্পেন রঙের কার্পেট বিছানো হয়েছে এবার। ১৯৬১ সালে অস্কারের ৩৩তম আসরে লালগালিচা যুক্ত করা হয়েছিলো। লালগালিচার সৃজনশীল পরামর্শক লিসা লাভ উল্লেখ করেছেন, দিনের আলো থাকতে তারকারা আসতে শুরু করেন। সময় গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। তার আশা, দিনের বেলা ফুরানোর পর সন্ধ্যার আলোয় মার্জিত আবহ ধরে রাখতে শ্যাম্পেন রঙ সহায়ক হবে।

March 13, 2023 3:25 am

অস্কারে স্বাগতম!

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরের লাইভ আপডেটে সবাইকে স্বাগত। হলিউডের সবচেয়ে তাৎপর্যপূর্ণ রাত ২২তম বারের মতো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে হচ্ছে। এখানে এক ছাদের নিচে সমবেত হবেন তারকারা। আরাম করে সিনেমাওয়ালা নিউজ দেখতে থাকুন। আমরা পুরো অনুষ্ঠানের লাইভ আপডেট দিচ্ছি।

ওয়ার্ল্ড সিনেমা

গোল্ডেন গ্লোবস ২০২৫: ‘এমিলিয়া পেরেজ’ ও যেসব সিনেমা আছে বিজয়ী তালিকায়

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসরে সেরা সিনেমা (ড্রামা) বিভাগসহ সর্বাধিক চারটি পুরস্কার জিতলো ‘এমিলিয়া পেরেজ’। ২০২৪ সালের সিনেমা ও টেলিভিশনে …

পড়া চালিয়ে যান
ওয়ার্ল্ড সিনেমা

বঙ্গবন্ধুর বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল মারা গেছেন

ভারতীয় ফিল্মমেকার শ্যাম বেনেগাল পরলোকগমন করেছেন। তাঁর বয়স হয়েছিলো ৯০ ব্ছর। আজ (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস …

পড়া চালিয়ে যান
ওয়ার্ল্ড সিনেমা

ওবামার পছন্দের ১০ সিনেমা, তালিকার সবার ওপরে চমক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০২৪ সালে নিজের কাছে যেসব সিনেমা ভালো লেগেছে বেশি, সেগুলোর একটি তালিকা শেয়ার করেছেন। গতকাল …

পড়া চালিয়ে যান