‘বলী’ সিনেমার দৃশ্যে নাসির উদ্দিন খান (ছবি: অ্যাপলবক্স ফিল্মস লিমিটেড)
৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা শাখার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়নি বাংলাদেশের ‘বলী’ (দ্য রেসলার)। একইভাবে ভারত থেকে পাঠানো আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ নেই তালিকায়।
এবার বাংলাদেশসহ মোট ৮৫টি দেশের সিনেমা বিবেচিত হয়েছে। এরমধ্যে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে ১৫টি সিনেমা। সেগুলোর মধ্য থেকেই চূড়ান্ত মনোনয়ন পাবে ৫টি সিনেমা।
‘লাপাতা লেডিস’ সিনেমায় স্পর্শ গৌরব (ছবি: আমির খান প্রোডাকশন্স)
অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমাসহ ১০টি শাখার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। এগুলো হলো– প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, মৌলিক আবহ সংগীত, মৌলিক গান, অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শব্দ, ভিজ্যুয়াল ইফেক্টস। আগামী বছরের ১৭ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়ন তালিকা।
আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমার সংক্ষিপ্ত তালিকা
• আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল)
• ইউনিভার্সেল ল্যাঙ্গুয়েজ (কানাডা)
• ওয়েভস (চেক রিপাবলিক)
• দ্য গার্ল উইথ দ্য নিডল (ডেনমার্ক)
• এমিলিয়া পেরেস (ফ্রান্স)
• দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (জার্মানি)
• টাচ (আইসল্যান্ড)
• নিক্যাপ (আয়ারল্যান্ড)
• ভেরমিলিও (ইতালি)
• ফ্লো (লাটভিয়া)
• আরমান্ড (নরওয়ে)
• ফ্রম গ্রাউন্ড জিরো (ফিলিস্তিন)
• ডাহোমে (সেনেগাল)
• হাউ টু মেক মিলিয়ন্স বিফোর গ্র্যান্ডমা ডাইজ (থাইল্যান্ড)
• সন্তোষ (যুক্তরাজ্য)
ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা ‘বলী’ (দ্য রেসলার) গত ২৮ সেপ্টেম্বর কানাডায় বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে। ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ায় ২৮তম বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের নিউ কারেন্টস শাখায় এর উদ্বোধনী প্রদর্শনী হয়। উৎসবে নিউ কারেন্টস শাখার পুরস্কার জিতেছে এটি। এশিয়ার প্রতিশ্রুতিশীল ও উদীয়মান নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় সিনেমার প্রতিযোগিতা শাখা নিউ কারেন্টস।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলাকে উপজীব্য করে নির্মিত ‘বলী’র গল্প মধ্যবয়সী মজুকে কেন্দ্র করে। তার চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা নাসির উদ্দিন খান। এছাড়া আছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম, তাহাদিল আহমেদ। সিনেমাটি প্রযোজনা করেছেন নির্মাতা পিপলু আর খান। সহ-প্রযোজনায় গাউসুল আলম শাওন ও সাইফুল আজিম।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম শাখায় মনোনয়নের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করার পর কেবল ‘বলী’ই জমা পড়েছিলো। সিনেমাটি দেখার পর অস্কারের জন্য চূড়ান্ত করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত ৭ সদস্যের ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি। এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্মমেকার ড. মতিন রহমান।
২০২৫ সালের ১৭ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়ন তালিকা। আগামী বছরের ২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে ২৪টি শাখায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা সেগুলোরই একটি।