স্টার জোন
আমাকে পুঁজি করে অনেকেই রমরমা ব্যবসা করছেন: শাবনূর

শাবনূর (ছবি: ফেসবুক)
ঢালিউড অভিনেত্রী শাবনূর বিরক্ত। কারণ তার পরা পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে বিরূপ মন্তব্য করেছেন। যারা এগুলো করেছেন তাদের উচিত জবাব দিয়েছেন নায়িকা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি উল্লেখ করেছেন, সংঘবদ্ধ একটি দল এসব করছে। এমনকি ওই লোকগুলো এই তারকাকে আড়ালে থাকার পরামর্শ দিয়েছে। অথচ তারাই তাকে পুঁজি করে ব্যবসা করছে!
গতকাল (১৪ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার সময় ফেসবুকে শাবনূর একটি লেখা পোস্ট করেছেন। এর শিরোনাম ‘সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই!’ তিনি শুরুতেই জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া নিজের মতো করে চালাচ্ছেন। এক্ষেত্রে কোনো অ্যাডমিন নিয়োগ দেননি এই তারকা।
শাবনূর লিখেছেন, ‘আমার যখন যেটা ভালো লাগে, নিজের ব্যক্তিগত পছন্দ বা বিশেষ কোনো আনন্দ-বেদনার বিষয় থাকলে সেগুলো সবার সঙ্গে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছি। যেসব ছবি কিংবা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। এমনকি কেউ কেউ আমার ড্রেসআপ নিয়েও উদ্ভট প্রশ্ন তোলেন। অস্ট্রেলিয়ায় আমি সচরাচর ক্যাজুয়াল ড্রেস পরতেই অভ্যস্ত। এতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। আর কে কী পরবে সেটা তো তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার, তাই না!’

শাবনূর (ছবি: শেখ সাদি)
বিরক্তি প্রকাশ করলেও বাকস্বাধীনতায় বিশ্বাসী শাবনূর। তবে তার মন্তব্য, ‘যদি আমার শেয়ার করা কোনো কিছু কারো ভালো না লাগে তাহলে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করতে পারেন। কিন্তু বারবার আজেবাজে মন্তব্য যেন না করেন। এসব থেকে বিরত থাকতে সবাইকে বিনীত অনুরোধ করছি। আর একান্তই যদি আমার কার্যক্রম কারো পছন্দ না হয় তাহলে আমাকে ফলো না করলেই পারেন।’

শাবনূর (ছবি: ফেসবুক)
শাবনূরের দাবি, ‘যারা আমার ফেসবুক ওয়ালে এসে বিরূপ মন্তব্য করেন, তারাই দেখি আমার নামে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে, পেজ চালিয়ে ও আমার পোস্ট করা ছবি/ভিডিও নিয়ে ব্যবসা করেন। আমাকে পুঁজি করে অনেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছেন, রমরমা ব্যবসা করছেন; তা করেন। কিন্তু আমার এখানে এসে ভন্ডামি করছেন কেন? কেনইবা সংঘবদ্ধ হয়ে খারাপ মন্তব্য করে যাচ্ছেন? এদের আবার কেউ কেউ আমাকে আড়ালে চলে যেতে বলেন হাহাহা…। এই ডিজিটাল যুগে এসেও মানুষ এসব জ্ঞান দেয়। আমি আড়ালে চলে যাবো না প্রকাশ্যে থাকবো তা আমি বুঝবো।’

শাবনূর (ছবি: ফেসবুক)
অনেক ব্যবসাসফল সিনেমার এই নায়িকা মনে করেন– অন্যের প্রতি দৃষ্টিভঙ্গি, আচার-ব্যবহার, কথা বলার ভাষা; এসব ব্যাপার পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক শিক্ষার পরিচয় বহন করে। তার আহ্বান, ‘মন্তব্য করার ক্ষেত্রে আমরা যেন একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হই। সবাই ভালো থাকবেন।’
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস