Connect with us

বলিউড

আমির-হৃতিক-আল্লু অর্জুনের আড্ডার ছবি ভাইরাল

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আমির খান, আল্লু অর্জুন ও হৃতিক রোশন (ছবি: ইনস্টাগ্রাম)

‘‌পুষ্পা’ তারকা আল্লু অর্জুন এবং বলিউডের দুই সুপারস্টার আমির খান ও হৃতিক রোশনকে একফ্রেমে পাওয়া গেলো। তারা একসঙ্গে কিছুক্ষণের আড্ডা উপভোগ করেছেন। ‘‌গজিনি’ সিনেমার প্রযোজক মধু মান্টেনা ও লেখক-কলামিস্ট ইরা ত্রিবেদির জমকালো বিবাহোত্তর সংবর্ধনার সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে তিন তারকার সাক্ষাৎ।

গতকাল (১১ জুন) ভারতের মুম্বাইয়ে জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে উপস্থিত ছিলেন অনেক তারকা। তাদের মধ্যে আমির, হৃতিক ও আল্লুর বিরল মুহূর্ত ভক্তদের মনে ছাপ ফেলেছে। তারা হাসিমুখে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

আমির খান, আল্লু অর্জুন ও হৃতিক রোশন (ছবি: ইনস্টাগ্রাম)

মধু মান্টেনা-ইরা ত্রিবেদির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কিছু ছবি ইন্টারেনেটে ছড়িয়ে পড়েছে। এরমধ্যে ভাইরাল ছবিগুলোতে হৃতিক ও আল্লুকে কোলাকুলি করতে দেখা গেছে। তখন তাদের পাশে দাঁড়ানো আমির খানের মুখে ছিলো প্রাণখোলা হাসি।

কালো টাক্সেডোতে হৃতিককে টগবগে যুবকের মতো লেগেছে। অন্যদিকে আমির সাদা কুর্তা ও নীল জিন্স এবং সুদর্শন আল্লু অর্জুন কালো কুর্তা পরে এসেছিলেন।

‘‌লাল সিং চাড্ডা’ আশানুরূপ ব্যবসা না করায় অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন ৫৮ বছর বয়সী আমির খান। ৪৯ বছর বয়সী হৃতিক রোশন এখন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘‌ফাইটার’ (দীপিকা পাড়ুকোন) সিনেমায় সময় দিচ্ছেন। আল্লু অর্জুন ‘‌পুষ্পা টু: দ্য রুল’-এর শেষ পর্যায়ের কাজে ব্যস্ত। দুটি সিনেমাই মুক্তি পাবে ২০২৪ সালে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ