Connect with us

গান বাজনা

আমেরিকায় ফুটবল মাঠে বিশেষ সম্মাননা পেলেন অ্যাশেজের জুনায়েদ ইভান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জুনায়েদ ইভান, সিটি অব প্যাটারসনের সনদ (ছবি: ফেসবুক)

যুক্তরাষ্ট্রের একটি ফুটবল মাঠে বিশেষ সম্মাননা পেলেন অ্যাশেজ ব্যান্ডের সংগীতশিল্পী জুনায়েদ ইভান। আমেরিকা থেকে তিনি নিজেই আনন্দের খবরটি জানিয়েছেন।

বাংলাদেশ আমেরিকান স্পোর্টস লিগের বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রণ পেয়ে জুনায়েদ ইভান এখন নিউ জার্সিতে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্টেডিয়ামে বিশেষ অতিথি হিসেবে তাকে স্বাগত জানায় গ্যালারি-ভর্তি দর্শক। সেখানে শ্রোতা-ভক্তদের মুখে অ্যাশেজের গান শুনে আপ্লুত হন তিনি।

বাংলাদেশ আমেরিকান স্পোর্টস কাউন্সিল আয়োজিত টুর্নামেন্টটিতে এবার অংশ নেয় ১৬টি দল। গত ২৬ আগস্ট ফাইনাল খেলায় হাজির হয়ে টস করেন ইভান। খেলা শেষে বিজয়ী যুব সংঘের হাতে ট্রফি তুলে দেন তিনি। তখন তার হাতে প্রদান করা হয় সম্মানসূচক সিটি অব প্যাটারসন স্বীকৃতি সনদ। বাংলাদেশের একজন সংগীতশিল্পী হিসেবে গানে বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি এই সম্মান পেলেন। মূলত দেশ-বিদেশের স্বনামধন্য শিল্পীদের সিটি অব প্যাটারসন সনদ দেওয়া হয়।

ট্রফি তুলে দেন জুনায়েদ ইভান (ছবি: ফেসবুক)

জুনায়েদ ইভান বলেন, ‘আমেরিকায় আগে কনসার্টের জন্য এসেছি। কিন্তু এবার ব্যতিক্রম আয়োজনে থাকতে পেরে আমি সম্মানিত। মেয়র আমাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছেন, এটি আমার সংগীত জীবনের একটি অনন্য প্রাপ্তি হয়ে থাকবে। নিউ জার্সিতে বাংলা ভাষাভাষি মানুষের মধ্যে ঐক্য সুদৃঢ়। তারা একতাবদ্ধ হয়ে অনেক ক্ষেত্রে সফল হয়েছেন। আমাদের জন্য এটি অনুপ্রেরণাদায়ক।’

স্টেডিয়ামে আরো ছিলেন নিউ জার্সি রাজ্যের মেয়র মাইকেল জনসন, কেমডেনের মেয়র নাজমা রহমান, প্যাটারসন শহরের কাউন্সিলর ফরিদ উদ্দিন, এসআরএই টিভির ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহমেদ।

জুনায়েদ ইভান (ছবি: ফেসবুক)

ইভান জানান, ভালোবাসার প্রতিদান দিতে বছর শেষেই আমেরিকায় কনসার্ট ট্যুরে যাচ্ছে ইভান ও তার ব্যান্ড অ্যাশেজ। তার আগে ৪ সেপ্টেম্বর দেশে ফিরে ব্যান্ডের সঙ্গে বেশকিছু কনসার্টে অংশ নেবেন তিনি।

অ্যাশেজ চলতি বছরের জুন মাসে প্রকাশ করেছে তাদের নতুন গান ‘কলকাতা শহরে’। সদ্যপ্রয়াত ভারতের বাংলা রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাতা তাপস বাপি দাসকে উৎসর্গ করা হয় এটি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ