Connect with us

গান বাজনা

আমেরিকায় হ্যাটট্রিক করতে যাচ্ছে চিরকুট!

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

চিরকুট ব্যান্ডের বর্তমান সদস্যরা (ছবি: ফেসবুক)

জনপ্রিয় ব্যান্ড চিরকুট তৃতীয়বারের মতো আমেরিকায় পূর্ণাঙ্গ সংগীত সফরে যাচ্ছে। তাদের ‘দ্য লিগ্যাসি ট্যুর ইউএসএ-২০২৩’ আয়োজন করছে আমেরিকার জ্যামিং এন্টারটেইনমেন্ট এবং দৃক।

সব ঠিক থাকলে আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন চিরকুটের সদস্যরা।

চিরকুটের প্রধান সদস্য শারমিন সুলতানা সুমি জানান, প্রথম কনসার্ট হবে বোস্টনে। এরপর শিকাগো, নিউইয়র্ক, ডালাস, ভার্জিনিয়া, অস্টিন, ওকলাহোমা এবং সানফ্রান্সিসকোতে তাদের এই সংগীত সফর চলবে জুনের শেষ পর্যন্ত। আহারে জীবন, দুনিয়া, বাংলার কথা, কানামাছি, মরে যাবো, বন্ধু গো, যাদুর শহর, খালাস, লালে লালসহ জনপ্রিয় গান পরিবেশন করবে ব্যান্ডটি।

চিরকুট ব্যান্ডের বর্তমান সদস্যরা (ছবি: ফেসবুক)

২০১৫ এবং ২০১৬ সালে আমেরিকায় দুটি পূর্ণাঙ্গ ট্যুর করেছিলো চিরকুট। এছাড়া গত বছর বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তিতে আইসিটি মন্ত্রণালয়ের আয়োজন ও আমন্ত্রণে আমেরিকার ম্যানহাটনে ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিখ্যাত ব্যান্ড স্করপিয়ন্স-এর সঙ্গে কনসার্টে অংশ নিয়ে ইতিহাসের সাক্ষী হয় চিরকুট।

চিরকুট ব্যান্ডের বর্তমান সদস্যরা (ছবি: ফেসবুক)

এছাড়া পৃথিবীর অন্যতম বৃহৎ ও সম্মানজনক সংগীত উৎসব সাউথ বাই সাউথ ওয়েস্টে বাংলাদেশ থেকে প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে ২০১৬ সালে দুটি কনসার্টে অংশ নিয়ে সুনাম বয়ে আনে চিরকুট।

বাংলা গানের সুবাস ও গৌরব ছড়াতে গত ১১ বছর ধরে নরওয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত, মালয়েশিয়ার বিভিন্ন শহরে আন্তর্জাতিক ও দেশীয় কনসার্টে অংশ নিয়েছে চিরকুট।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ