Connect with us

ঢালিউড

আমেরিকার ৫৬ সিনেমা হলে ‘পরাণ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পরাণ

‘পরাণ’ সিনেমার পরিচালক রায়হান রাফীর (সর্ববাঁয়ে) সঙ্গে প্রধান তিন অভিনয়শিল্পী শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান (ছবি: লাইভ টেকনোলজিস)

রায়হান রাফী পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘পরাণ’ আজ (২৩ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, মোট ৫৬টি সিনেমা হলে উপভোগ করা যাবে এটি।

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের বৃহত্তম চার শহর ডালাস, হিউস্টন, অস্টিন ও সান অ্যান্টোনিওর ১০টি সিনেমা হলে দেখানো হবে ‘পরাণ’। এছাড়া নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, কানেক্টিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, অ্যালাবামা, লুইজিয়ানা, ওহাইও, মিশিগান, ইলিনয়েস, কলোরাডো, ওকলাহোমা, কানসাস, উটাহ, ওরেগন, ওয়াশিংটন, আরিজোনা ও ক্যালিফোর্নিয়ায় মুক্তি পাবে এটি।

পরাণ

‘পরাণ’ সিনেমায় বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান (ছবি: লাইভ টেকনোলজিস)

দেশের বাইরে এর আগে অস্ট্রেলিয়ার সিডনিতে ভালো চলেছে ‘পরাণ’। এরপর ফ্রান্সের রাজধানী প্যারিসে মুক্তি পায় এটি।

শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম

‘পরাণ’ সিনেমার দৃশ্যে শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম (ছবি: লাইভ টেকনোলজিস)

গত ঈদুল আজহায় ঢাকাসহ সারাদেশে মুক্তি পায় লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’। বাংলাদেশের পরিবেশনা সংস্থা দি অভি কথাচিত্রের তথ্যানুযায়ী, আজ ১২তম সপ্তাহে (৭৭ দিন) পড়েছে ‘পরাণ’। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল (পান্থপথ), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), এসকেএস টাওয়ার (মহাখালী) ও সনি স্কয়ার শাখা (মিরপুর-১), ব্লকবাস্টার সিনেমাসসহ (যমুনা ফিউচার পার্ক) ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমা হলে চলছে সিনেমাটি।

শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান

‘পরাণ’ সিনেমার তিন অভিনয়শিল্পী শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান (ছবি: লাইভ টেকনোলজিস)

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান, নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, রাশেদ মামুন অপু, লুৎফর রহমান জর্জসহ অনেকে।

শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম

‘পরাণ’ সিনেমার দৃশ্যে শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম (ছবি: লাইভ টেকনোলজিস)

‘পরাণ’ সিনেমার মৌলিক গান ‘চলো নিরালায়’ এখন সবার মুখে মুখে। অয়ন চাকলাদার ও আতিয়া আনিসার গাওয়া গানটি সাধারণ শ্রোতাদের পাশাপাশি তারকাদেরও মন জয় করেছে। ‘চলো নিরালায়’ লিখেছেন গীতিকবি জনি হক, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ