ওটিটি
আরিয়ানের সিনেমায় শুভ, ফিরছেন বিন্দু
প্রায় আট বছর পর পর্দায় ফিরছেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। এতে তার বিপরীতে থাকছেন চিত্রনায়ক আরিফিন শুভ। কিছুদিনের মধ্যেই এর শুটিং শুরু হবে।
নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি প্রযোজনা করছে চরকি। এবারই প্রথম দেশীয় এই ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করতে চলেছেন শুভ ও বিন্দু। আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে এটি।
২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন বিন্দু। ছোট পর্দার পাশাপাশি ‘দারুচিনি দ্বীপ’, ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ও ‘এইতো প্রেম’ সিনেমায় অভিনয় করেন বিন্দু। এরমধ্যে ‘জাগো’ সিনেমায় শুভর সঙ্গে অভিনয় করেছেন তিনি।
নতুন কাজটি নিয়ে বিন্দু বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘অনেকদিন পর কাজে ফিরছি। দর্শকদের কাছে আবার কাজ দিয়ে পৌঁছাতে পারবো ভেবে আবেগপ্রবণ হচ্ছি।’
নতুন কাজ নিয়ে আরিফিন শুভ বলেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করছি। আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেওয়ার চেষ্টা করবো আমরা। বাকিটা সময়, দর্শক ও সৃষ্টিকর্তার ওপর নির্ভর করবে।’
চরকির জন্য এর আগে ‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমা পরিচালনা করেন মিজানুর রহমান আরিয়ান। তার কথায়, ‘একটি দারুণ প্রেমের গল্প নিয়ে সাজানো হচ্ছে ৯০ মিনিটের সিনেমাটি। যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেছে তারা নিজেদের সম্পৃক্ত করতে পারবেন গল্পের বিভিন্ন মুহূর্তের মাধ্যমে। আর যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত আসেনি তারা প্রত্যাশা করবেন সেসব আসুক।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “এখন পর্যন্ত চরকির সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ‘নেটওয়ার্কের বাইরে’ পরিচালনা করেছেন আরিয়ান। তার পরিচালনায় শুভ-বিন্দু জুটির নতুন কাজ আসছে অনেক বছর পর। ফলে সিনেমাটি দর্শকদের জন্য নতুন কিছু হতে যাচ্ছে আশা করাই যায়।”
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস