Connect with us

গান বাজনা

ইউটিউবের গ্লোবাল ট্রেন্ডিংয়ে গ্র্যামি জয়ী গায়ক-গায়িকাদের ওপরে ‘ও প্রিয়তমা’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার গান ‘ও প্রিয়তমা’ বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষি শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে। এর ফলে এটি জায়গা করে নিয়েছে ইউটিউবের গ্লোবাল টপ মিউজিক ভিডিও এবং গ্লোবাল টপ সংস ট্রেন্ডিংয়ে। এরমধ্যে গ্লোবাল টপ মিউজিক ভিডিও চার্টের ৩৫ নম্বরে এবং গ্লোবাল টপ সংস চার্টের ৮৩ নম্বরে রয়েছে ‘ও প্রিয়তমা’। গ্র্যামি জয়ী কয়েকজন গায়ক-গায়িকার টপকে গেছে এটি।

গ্লোবাল টপ মিউজিক ভিডিও চার্টে বিখ্যাত অনেক সংগীতশিল্পীর গানের ওপরে আছে ‘ও প্রিয়তমা’। এরমধ্যে উল্লেখযোগ্য– বলিউডের ‘জারা হাটকে জারা বাচকে’ সিনেমার গান ‘ফির অউর কেয়া চাহিয়ে’ (৩৮) ও ‘তেরে বাস্তে’ (৭৫), অস্কার ও ৭টি গ্র্যামি জয়ী গায়িকা বিলি আইলিশের ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ (৪৩), তিনটি গ্র্যামি জয়ী পুয়ের্তোরিকান র‌্যাপার ব্যাড বানির ‘হোয়্যার শি গোজ’ (৪৯)।

ইউটিউবের গ্লোবাল টপ মিউজিক ভিডিও চার্ট (১৪ জুলাই-২০ জুলাই, ২০২৩)

গ্লোবাল টপ সংস চার্টেও বিখ্যাত অনেক সংগীতশিল্পীর গানের ওপরে আছে ‘ও প্রিয়তমা’। এরমধ্যে উল্লেখযোগ্য– তিনটি গ্র্যামি জয়ী গায়িকা অলিভিয়া রড্রিগোর ‘ভ্যাম্পায়ার’ (৮৪), মাইলি সাইরাসের ‘অ্যাঞ্জেলস লাইক ইউ’ (৯০), ১২টি গ্র্যামি জয়ী গায়িকা টেলর সুইফটের ‘ক্রুয়েল সামার’ (১০০)। দুটি তালিকাতেই শীর্ষে আছে বিখ্যাত ব্যান্ড বিটিএসের গায়ক জাং কুকের ‘সেভেন’।

ইউটিউবের গ্লোবাল টপ সংস চার্ট (১৪ জুলাই-২০ জুলাই, ২০২৩)

শাকিব খান গতকাল (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, ‘ও প্রিয়তমা’ গানটি এখন গ্লোবাল ট্রেন্ডিংয়ে। বাংলাদেশে ইউটিউবে মিউজিক শাখার ট্রেন্ডিংয়ে ১০ দিন ধরে শীর্ষে আছে এই ভিডিও। তালিকার দুই নম্বরে জাং কুকের ‘সেভেন’ আর তিনে আছে বলিউডের করণ জোহর পরিচালিত এবং রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার গান ‘হোয়াট ঝুমকা’।

বাংলাদেশে ইউটিউবে মিউজিক শাখার ট্রেন্ডিং

ঈদের দুই দিন আগে গত ২৭ জুন টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘ও প্রিয়তমা’। আসিফ ইকবালের কথায় এবং আকাশ সেনের সুর ও সংগীতে গানটি গেয়েছেন বালাম ও সোমনূর মনির কোনাল। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর সংগীতাঙ্গনে নতুনভাবে ফিরেছেন বালাম।

বালাম ও সোমনূর মনির কোনাল (ছবি: ফেসবুক)

গানটির কথা এমন, ‘যত কথা রাখা ছিলো এই বুকে জমা/তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা/আমার আকাশ নীলে তুমি যে নীলিমা/তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা/ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।’ এখন পর্যন্ত এর ভিউ ৩ কোটি ৯০ লাখের বেশি।

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার গানটিতে শাকিব খানের সঙ্গে কলকাতার নায়িকা ইধিকা পলের রসায়ন ভক্তদের মুগ্ধ করেছে। এর বিভিন্ন দৃশ্যে লাল, গাঢ় নীল-সোনালি এবং সবুজ শাড়িতে দেখা গেছে তাকে। ওপার বাংলার টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ ইধিকার অভিনয় স্টার জলসার ‘কপালকুণ্ডলা’, জি বাংলার ‘রিমলি’ ও ‘পিলু’ ধারাবাহিকে মন কেড়েছে দর্শকদের। এবার বড় পর্দায় অভিষেকে বাজিমাত করলেন তিনি।

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

হিমেল আশরাফ ২০১৭ সালে বাপ্পি চৌধুরী ও আঁচলকে নিয়ে নিজের প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’ পরিচালনা করেন। এর চিত্রনাট্য লিখেছেন ফারুক হোসেন। ‘প্রিয়তমা’র চিত্রনাট্যকারও তিনিই। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহিদ উন নবী, এলিনা শাম্মিসহ অনেকে।

‘সুলতানা বিবিয়ানা’ প্রযোজনা করেছে আরশাদ আদনানের প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। ‘প্রিয়তমা’র প্রযোজকও তিনিই। ঈদুল আজহায় এটি পরিবেশনার দায়িত্ব পালন করেছে দি অভি কথাচিত্র।

সিনেমাওয়ালা প্রচ্ছদ