Connect with us

টেলিভিশন

‘ইত্যাদি’তে সিয়াম ও মেহজাবীন জুটির নাচ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ইত্যাদি’তে মেহজাবীন চৌধুরী ও সিয়াম আহমেদ (ছবি: ফাগুন অডিও ভিশন)

অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী একসঙ্গে নাচলেন। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিশেষ পর্বে দেখা যাবে তাদের এই পরিবেশনা। মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপের ব্যবহার এবং এগুলোর লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব নিয়ে সাজানো দলীয় সংগীতের তালে নেচেছেন তারা।

গানটি গেয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। সংগীতায়োজন করেছেন মেহেদি। নৃত্য পরিচালনায় ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন।

‘ইত্যাদি’তে মেহজাবীন চৌধুরী ও সিয়াম আহমেদ (ছবি: ফাগুন অডিও ভিশন)

ঈদের ‘ইত্যাদি’তে ফোক ও আধুনিক ধারার সমন্বয়ে একটি গানে কণ্ঠ দিয়েছেন প্রয়াত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর দুই ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসান। তাদের প্রথম পর্দা আবির্ভাব হয়েছিলো ‘ইত্যাদি’র মাধ্যমেই। অনুষ্ঠানটিতে দুই ভাই একসঙ্গে প্রথমবার গান করেন।

‘ইত্যাদি’তে প্রীতম হাসান ও প্রতীক হাসান (ছবি: ফাগুন অডিও ভিশন)

নতুন গানটিতে প্রতীক ও প্রীতমের সঙ্গে অংশ নিয়েছেন আটজন তরুণ বিট বক্সার। গত ২ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে ‘ইত্যাদি’র বিশাল সেটে এর শুটিং হয়েছে। এর কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। এর ফোক অংশে ‘ইত্যাদি’তেই গাওয়া খালিদ হাসান মিলুর তুমুল জনপ্রিয় একটি গানের কিছুটা ছোঁয়া রয়েছে।

‘ইত্যাদি’তে মেহজাবীন চৌধুরী (ছবি: ফাগুন অডিও ভিশন)

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ‘ইত্যাদি’ রোজার ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ