Connect with us

নাটক

ইনস্টাগ্রামের রানি এখন মেহজাবীন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

অভিনেত্রী-মডেল মেহজাবীন চৌধুরী সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। এরমধ্যে ফেসবুকে কোটির বেশি ফলোয়ার তার অফিসিয়াল পেজে যুক্ত আছেন। এবার ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইনস্টাগ্রামে তার ফলোয়ার ৫০ লাখ অতিক্রম করলো। রঙ-বেরঙের বেলুন সাজিয়ে কেক কেটে এই মাইলফলক উদযাপন করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় মেহজাবীন একটি ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, ইনস্টাগ্রামের লোগো সংবলিত একটি কেকে ইংরেজিতে ‘ফাইভ’ এবং ‘এম’ অক্ষর লেখা। কেকে জ্বালানো মোমবাতি নিভিয়ে মুখে হাসি রেখে ক্যামেরায় তাকিয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Mehazabien Chowdhury (@mehazabien)

ইনস্টাগ্রামে মেহজাবীনের চেয়ে বেশি ফলোয়ার বাংলাদেশের আর কোনো অভিনেত্রীর নেই। ৩৯ লাখ ফলোয়ার নিয়ে এই তালিকায় দুই নম্বরে আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তারপরে আছেন যথাক্রমে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম (৩৫ লাখ), পূর্ণিমা (৩০ লাখ), জয়া আহসান (২৮ লাখ), শবনম ফারিয়া (২৭ লাখ), মডেল-গায়িকা শাহতাজ মনিরা হাশেম (২৬ লাখ)।

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

সম্প্রতি ভিকি জাহেদের পরিচালনায় দীপ্ত টিভির ‘কাজলের দিনরাত্রি’ নাটক এবং ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তিপ্রাপ্ত ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজে মেহজাবীন চৌধুরীর অভিনয় ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বিজয়ী হন মেহজাবীন। ২০১১ সালের ১১ মার্চ নিজের অফিসিয়াল ফেসবুক পেজ চালু করেন তিনি। এরপর অল্প সময়ে এটি ভেরিফায়েড হয়েছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ