Connect with us

ওটিটি

ইয়াশ রোহানের সহশিল্পী যখন কুকুর

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘হাতবদল’-এর দৃশ্যে ইয়াশ রোহান (ছবি: চরকি)

স্থাপত্যের ছাত্র রাহাত। একদিন ফেসবুকে একটি পোস্ট আবিষ্কার করে সে। এর মাধ্যমে ছেলেটি তার মৃত কুকুর মার্কের মতো দেখতে একটি কুকুরকে দত্তক নেওয়ার কথা জানতে পারে। সেই সূত্রে রাহাতের সঙ্গে ফয়সালের পরিচয় হয়, যার পোষা কুকুরের নাম রেবেল। ফয়সালের অনুরোধে রেবেলকে নিয়ে আসে রাহাত। এরপর একটি হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হতে হয় তাকে। এটি চরকির ‘প্রচলিত’ ওয়েব সিরিজের পঞ্চম ও শেষ গল্প ‘হাতবদল’।

রাহাত চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তিনি বলেন, ‘আমার জন্য কাজটা খুবই আকর্ষণীয় ছিলো। কারণ আমার সহশিল্পী ছিলো কুকুর। এজন্য খুব খুশি হয়েছি। কুকুর-বিড়াল আমার খুব ভালো লাগে। শুটিংয়ের আগের দিন কুকুরের সঙ্গে সময় কাটিয়েছি। তার সঙ্গে এক ধরনের বন্ধুত্ব হয়ে যায়। এটি খুবই নতুন ধরনের অভিজ্ঞতা আমার জন্য।’

ইয়াশ যোগ করেন, ‘আমার গল্প খুবই প্রচলিত। এটি ছোটবেলায় মায়ের কাছে কেচ্ছা হিসেবে শুনেছি। তাই কাজ করাটা অন্যরকম আবেগের ছিলো। দর্শকেরা খুব ভালোভাবে সম্পৃক্ত হতে পারবেন। কারণ এসব গল্প বেশ প্রচলিত। আর পশুপ্রেমীদের জন্য খুব বেশি প্রাসঙ্গিক।’

‘হাতবদল’-এর দৃশ্যে ইয়াশ রোহান (ছবি: চরকি)

আগামীকাল (৯ নভেম্বর) রাত ৮টায় চরকিতে মুক্তি পাবে ‘হাতবদল’। এর দৈর্ঘ্য ১৮ মিনিট।

‘প্রচলিত’ সিরিজ পরিচালনা করেছেন আবিদ মল্লিক। আগের চারটি পর্বের মধ্যে গত ১৯ অক্টোবর ‘রিংটোন’ (২৫ মিনিট), ২৬ অক্টোবর ‘বিলাই’ (২৩ মিনিট), ২ নভেম্বর ‘বেওয়ারিশ’ (২৬ মিনিট) এবং ৯ নভেম্বর মুক্তি পেয়েছে ‘কলিংবেল’। এগুলোতে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার, শাহানা রহমান সুমি, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, ফারিন খান, রাফায়েতুল্লাহ সোহান, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষ, অশোক বেপারীসহ আরও অনেকে।

গত জুলাই ও আগস্টে ‘প্রচলিত’র শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন স্থানে। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। আবহ সংগীত সাজিয়েছেন খৈয়াম সানু সন্ধি। সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ