সিনেমা হল
ঈদে স্টার সিনেপ্লেক্সে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’
মারভেল স্টুডিওস প্রযোজিত সুপারহিরো সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর সিক্যুয়েল ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ মুক্তির আগেই বিশ্বজুড়ে মাতামাতি চলছে। ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় আগামী ৬ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে এটি। ইতোমধ্যে টিকিট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে। অগ্রিম টিকিটের জন্য সিনেমা হলের কাউন্টারে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। শুরুর মাত্র ২০ ঘণ্টায় এটি ২০২২ সালের সব সিনেমার টিকিট বিক্রির সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
সেই আঁচ লেগেছে বাংলাদেশেও। সেন্সর সাপেক্ষে ৬ মে আন্তর্জাতিক মুক্তির দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এই সিনেমা। খবরটি ছড়িয়ে পড়ার আগেই টিকিটের জন্য ব্যাকুল হয়ে উঠেছে দর্শকরা। অগ্রিম টিকিট বিক্রি শুরুর দিন ভোর থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দর্শকদের দীর্ঘ লাইন দেখা গেছে। বসুন্ধরা সিটির পাশাপাশি সীমান্ত সম্ভার, মহাখালী এসকেএস টাওয়ার, সনি স্কয়ারসহ স্টার সিনেপ্লেক্সের সব শাখায় টিকিটের জন্য ছিল উপচেপড়া ভিড়। করোনা মহামারির কারণে লম্বা সময় দর্শক খরায় ভুগতে থাকা সিনেমা হলে যেন এমন উৎসাহে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এবারের ঈদ আনন্দে সিনেমাটি বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’কে ঘিরে শুরু থেকেই দর্শকদের কৌতূহল তুঙ্গে। তাই এর কিছু প্রকাশ্যে এলেই সারাবিশ্বের সিনেমাপ্রেমীরা বিপুল উৎসাহে মেতে ওঠে। সেই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে মুক্তির কাউন্টডাউন শুরু করতে সম্প্রতি রোমাঞ্চকর একটি নতুন টিজার প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে সিনেমা প্রসঙ্গে কিছু নতুন ধারণা পাওয়া গেছে। এতে ডক্টর স্ট্রেঞ্জ চরিত্রে বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং ওয়ান্ডা ম্যাক্সিমফের ভূমিকায় এলিজাবেথ ওলসেনের উপস্থিতি দারুণ সাড়া জাগিয়েছে।
সিনেমার ট্রেলারে বিশেষ চমক ওয়ান্ডার সন্তান বিলি এবং টমি ম্যাক্সিমফের অদৃশ্য হয়ে যাওয়া! ফলে ধারণা করা হচ্ছে, উইচ হিসেবে অন্ধকার দিকে চলে যাবে সুপারহিরোইন স্কারলেট। সিনেমাটির মাধ্যমে মার্ভেল তার মাল্টিভার্স সৈন্যদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং পরিধি আরও বড় করতে যাচ্ছে বলেও জল্পনা চলছে। ইতোমধ্যে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ সিনেমায় এমসিইউ’র বাইরের চরিত্রগুলোকে দেখা গেছে। নতুন সিনেমাতেও তেমন কোনও চরিত্র দেখার আভাস মিলেছে।
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ২৮তম সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’। এটি পরিচালনা করেছেন স্যাম রাইমি। এর গল্পে স্ট্রেঞ্জ বন্ধু থেকে শত্রু হয়ে ওঠা চরিত্রের সঙ্গে মোকাবিলা করে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন র্যাচেল ম্যাকঅ্যাডামস, শিওয়েটেল ইজিওফোর এবং জোচিটল গোমেজ।
২০১৬ সালে মুক্তি পায় ‘ডক্টর স্ট্রেঞ্জ’। সেই বছরেই এর সিক্যুয়েলের পরিকল্পনা করা হয়। ২০১৮ সালে পরিচালক হিসেবে দায়িত্ব পান স্যাম রাইমি। ২০২০ সালের নভেম্বরে লন্ডনে চিত্রগ্রহণ শুরু হয়। কিন্তু ২০২১ সালের জানুয়ারিতে কোভিড-১৯ মহামারির কারণে কাজ স্থগিত রাখা হয়। তাই সিনেমাটির জন্য অপেক্ষার পালা দীর্ঘ হয়। অবশেষে এটি পর্দায় আসছে জেনে দর্শকরা যেন স্বস্তি ফিরে পেয়েছেন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস