Connect with us

ঢালিউড

ঈদ থেকে পিছিয়ে যাওয়ার ২ কারণ জানিয়ে মুক্তির নতুন ঘোষণা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘অন্তর্জাল’ সিনেমায় সিয়াম আহমেদ (ছবি: মোশন পিপল স্টুডিওস)

দেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’ দর্শকদের সামনে ঈদুল আজহায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। অবশেষে এর মুক্তির তারিখ চূড়ান্ত হলো। আগামী ৮ সেপ্টেম্বর সিনেমাহলে আসছে এই সিনেমা।

সোশ্যাল মিডিয়ায় ‘অন্তর্জাল’-এর অফিসিয়াল পেজে গতকাল (৯ জুলাই) একটি পোস্টে ঈদে মুক্তি থেকে পিছিয়ে যাওয়ার দুটি কারণ জানানো হয়েছে। সিনেমাটির সংশ্লিষ্টরা চেয়েছেন, সব সিনেমা ব্যবসা করুক। দ্বিতীয়ত তাদের চাওয়া, দেশের সিনেমাহল টেকসই রাখতে ঈদকেন্দ্রিক না হয়ে সারা বছরের হোক।

‘অন্তর্জাল’ সিনেমার টিজারে বিদ্যা সিনহা মিম ও এবিএম সুমন (ছবি: টাইগার মিডিয়া)

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে। ফলে প্রথম কারণ সফল হওয়ায় ‘অন্তর্জাল’ সংশ্লিষ্টরা আনন্দিত। এবার ঈদ ছাড়াও মুক্তি পাওয়া সিনেমা সফল হলে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেছেন পরিচালক দীপংকর দীপন। তার মন্তব্য, ‘বাংলাদেশে সাধারণত ঈদেই সিনেমা ভালো ব্যবসা করে। কিন্তু ঈদ ছাড়া মুক্তিপ্রাপ্ত সিনেমা ব্যবসাসফল হলেই কেবল সিঙ্গেল স্ক্রিন টিকে থাকবে এবং মাল্টিপ্লেক্সের সংখ্যা বাড়বে।’

‘অন্তর্জাল’ সিনেমার টিজারের দৃশ্য (ছবি: টাইগার মিডিয়া)

‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’-এর পর ‘অন্তর্জাল’ হলো দীপংকর দীপন পরিচালিত তৃতীয় সিনেমা। এর চিত্রনাট্য তারই। আগের দুটি সিনেমায় বড় ক্যানভাসে ভিএফএক্স নির্ভর সিনেমায় দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি। এবারের সিনেমায় ব্যবহার হয়েছে হলোগ্রাফিক ক্যারেক্টার, হোম অ্যাপ্লায়েন্স রোবট, সিকিউরিটি রোবট, রোবোড্রোন, লেজার প্রটেক্টেড প্রিজনসহ অত্যাধুনিক প্রযুক্তি। প্রায় ৯৫ হাজার ফ্রেমের ভিএফএক্স ব্যবহার হয়েছে এতে। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, “এবার আর নড়চড় নাই। ‘অন্তর্জাল’ মুক্তির তারিখ ৮ সেপ্টেম্বর। সিনেমা হলে কাঁপানোর জন্য তৈরি আমরা। খেলা হবে।”

‘অন্তর্জাল’ সিনেমায় লুমিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ডিজিটাল নিরাপত্তা সংস্থার কর্মীর ভূমিকায় দর্শকদের সামনে আসছেন বিদ্যা সিনহা মিম। প্রিয়ম চরিত্রে থাকছেন সুনেরাহ বিনতে কামাল। তিনজনই অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

‘অন্তর্জাল’ সিনেমার ফার্স্টলুক পোস্টার বেশ আলোচিত হয়েছে। এতে কালো রঙের অনেক হুডি থাকলেও মুখ দেখা গেছে ছয় জনের। সিয়াম, মিম ও সুনেরাহ ছাড়া বাকি তিন জন হলেন এবিএম সুমন, মাশরুর এনান ও অমিত সিনহা। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ। ঈদের আগে সিনেমাটির ১ মিনিট ১৪ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়।

বাংলাদেশের বিভিন্ন মনোরম স্থান ছাড়াও থাইল্যান্ডের একটি লোকেশনে শুটিং করেছে ‘অন্তর্জাল’ টিম। এছাড়া প্রায় ৬৫ জন থাই ক্রু ও টেকনিশিয়ানের সমন্বয়ে দেশটিতে মারামারিসহ বিভিন্ন দৃশ্যের শুটিং হয়। এরমধ্যে ছিলো কেন্দ্রীয় থানা ও কারাগারের মতো প্রকৃত স্থান।

‘অন্তর্জাল’ গল্পটি যৌথভাবে লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপও সাইফুল্লাহ রিয়াদের। ঈদের আগে ‘বলে দিলেই তো হয়’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। এর কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। এটি গেয়েছেন ইমন চৌধুরী ও অবন্তী সিঁথি। সিনেমার চিত্রগ্রহণ করেছেন মনিরুল ইসলাম মাসুম, শিল্প নির্দেশনা দিয়েছেন সামুরাই মারুফ।

সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের (আইসিটি) উদ্যোগে ‘অন্তর্জাল’ প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওস এবং স্পেলবাউন্ড লিও বার্নেট। বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে একসঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ