সিনেমা হল
উত্তর আমেরিকার ১১৭টি থিয়েটারে বইবে ‘হাওয়া’
বাংলাদেশের দর্শকদের মন জয় করে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ এবার পাড়ি দিচ্ছে উত্তর আমেরিকা। আগামী ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বাংলাদেশের কোনো সিনেমার ক্ষেত্রে উত্তর আমেরিকার এতো বেশি সংখ্যক সিনেমা হলে মুক্তির ঘটনা হবে এটাই প্রথম।
স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় আমেরিকার ১০৪টি এবং কানাডার ১৩টি সিনেমা হলে দেখা যাবে ‘হাওয়া’।
যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বড় সিনেমা চেইন এএমসি’র ২৫টি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সিনেমা চেইন রিগ্যাল/সিনেওয়ার্ল্ডের ৪০টি, পৃথিবীর তৃতীয় বৃহত্তম সিনেমা চেইন সিনেমার্কের ৩৪টি, আমেরিকার অন্যতম বড় সিনেমা চেইন হারকিন্সের ৪টি এবং আমেরিকার অন্যতম বড় সিনেমা চেইন শোকেসের ১টি থিয়েটারে চলবে ‘হাওয়া’।
এছাড়া কানাডার বৃহত্তম এবং পৃথিবীর অষ্টম বৃহত্তম সিনেমা চেইন সিনেপ্লেক্সের ১১টি এবং কানাডার দ্বিতীয় বৃহত্তম সিনেমা চেইন ল্যান্ডমার্কের ২টি থিয়েটারে দর্শকরা উপভোগ করবে সিনেমাটি।
এদিকে শালিক পাখিকে খাঁচাবন্দি করে রাখা ও পাখিটির মাংস খাওয়ার দৃশ্যকে কেন্দ্র করে ‘হাওয়া’র বিষয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের দায়ের করা মামলাটি সমঝোতার ভিত্তিতে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল (২৮ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর এই তথ্য জানিয়েছেন।
জানা গেছে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’র ধারা ৪৩ অনুযায়ী মামলাটি আপসযোগ্য হওয়ায় ফৌজদারি কার্যবিধির ২৪৮ ধারা অনুযায়ী গতকাল মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। আদালত মামলা প্রত্যাহারের আবেদনের বিষয়টি গ্রহণের পর পরবর্তী তারিখে রায় ঘোষণার জন্য ধার্য করেছে।
গত ১৭ আগস্ট বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগে মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। মামলায় ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়।
‘হাওয়া’র বিরুদ্ধে মামলা অবিলম্বে প্রত্যাহার, ‘শনিবার বিকেল’কে সেন্সর ছাড়পত্র দেওয়াসহ ৫ দফা দাবি জানাতে বিভিন্ন প্রজন্মের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কাঁটাতার দেওয়া মঞ্চে সমবেত হন। সিনেমা দুটি নিয়ে সৃষ্ট জটিলতার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনটির শিরোনাম ছিলো ‘বাংলা চলচ্চিত্র বা কনটেন্টে সেন্সরশিপের খড়গ: গল্প বলার স্বাধীনতা চাই’।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এবং ফেসকার্ড প্রোডাকশন নির্মিত ‘হাওয়া’ মুক্তি পায় গত ২৯ জুলাই। এর গল্প সাজানো হয়েছে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া আট জেলে এবং রহস্যময় বেদেনী গুলতিকে কেন্দ্র করে। মাছ ধরার বড় নৌকা ‘নয়নতারা’র সরদার চাঁন মাঝি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। জেলে ইব্রাহীম চরিত্রে আছেন ‘পরাণ’ তারকা শরিফুল রাজ। গুলতি রূপে রয়েছে নাজিফা তুষি। এছাড়া অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান (নাগু), সুমন আনোয়ার (ইজা), সোহেল মন্ডল (উরকেস) প্রমুখ।
সিনেমাটির গান ‘সাদা সাদা কালা কালা’ ব্যাপক জনপ্রিয় হয়েছে। হাশিম মাহমুদের কথায় এটি গেয়েছেন আরফান মৃধা শিবলু। সংগীতায়োজনে ইমন চৌধুরী।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস