Connect with us

ওটিটি

‘একজনের প্রতি জাস্টিস করতে গিয়ে আমি তোমার সাথে ইনজাস্টিস করে ফেলেছি’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘মারকিউলিস’ ওয়েব সিরিজে সাবিলা নূর (ছবি: চরকি)

‘একজনের প্রতি জাস্টিস করতে গিয়ে আমি তোমার সাথে ইনজাস্টিস করে ফেলেছি’– অভিনেত্রী সাবিলা নূরের বলা এই সংলাপ দিয়ে শুরু হয়েছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মারকিউলিস’ ওয়েব সিরিজের ট্রেলার। এতে জয়িতা চরিত্রে দেখা যাবে তাকে। এটাই তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ।

সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ‘মারকিউলিস’-এর গল্পে দেখা যাবে, জয়িতার সাজানো-গোছানো জীবন হঠাৎ এলোমেলো হয়ে যায়। প্রেমিক রবিন নিখোঁজ হওয়ার সঙ্গে মেয়েটির জীবন পড়ে যায় অনিশ্চয়তায়। তাকে খুঁজতে এক অজানা যাত্রায় বের হয় জয়িতা। মারকিউলিস নামক অজ্ঞাত কেউ ধর্ষকদের খুন করতে থাকলে পরিস্থিতি জটিল রূপ নেয়। বিচারহীনতার সংস্কৃতি, অরাজকতা ও অবিশ্বাস দানা বাঁধে সমাজে। মারকিউলিসের একের পর এক খুনে সবার মধ্যে অবিশ্বাস ছড়িয়ে পড়ে।

সাবিলা নূরের কথায়, ‘জয়িতার পথচলার মাধ্যমে কিছু গল্প উন্মোচন হবে। মেয়েটি নতুন একটি ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে নিয়ন্ত্রণ করবে সেটাই এই সিরিজের মূল আলাপ।’

‘মারকিউলিস’ ওয়েব সিরিজে সাবিলা নূর (ছবি: চরকি)

‘মারকিউলিস’-এ কাজের অভিজ্ঞতা দারুণ ছিলো উল্লেখ করে সাবিলা নূর বলেন, ‘ওয়েব সিরিজটিতে কাজের অভিজ্ঞতা আমার সবসময় মনে থাকবে। এতে সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আবু শাহেদ ইমন ভাই অসাধারণ একজন পরিচালক। তার কাজের প্রক্রিয়া দারুণ ও স্বতন্ত্র। এছাড়া মেকআপ, কস্টিউমসহ সবকিছু দারুণ ছিলো।’

‘মারকিউলিস’ ওয়েব সিরিজে মাজনুন মিজান ও জাকিয়া বারী মম (ছবি: চরকি)

সাবিলা নূরের মতো ‘মারকিউলিস’ পরিচালক আবু শাহেদ ইমনের প্রথম ওয়েব সিরিজ। তিনি বলেন, ‘এটি নির্মাণের অভিজ্ঞতা চমৎকার। সবার সহযোগিতায় বড় আয়োজনে কাজটি করেছি।’

সিরিজের গল্প কেমন জানতে চাইলে আবু শাহেদ ইমনে বলেন, ‘মূলত এটি একটি মেয়ের গল্প। তার প্রেমিক একজনের হাতে খুন হয়। ড্রামা থ্রিলার ধাঁচের গল্প হলেও সামাজিক অনেক ঘটনা রয়েছে এতে। খুব সাধারণ দর্শকরাও যেন উপভোগ করতে পারেন, সেভাবেই এই সিরিজ সাজানো হয়েছে।’

‘মারকিউলিস’ ওয়েব সিরিজে জাকিয়া বারী মম (ছবি: চরকি)

ওয়েব সিরিজটির মাধ্যমে প্রথমবার চরকি’র পর্দায় আসছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি বলেন, ‘মারকিউলিস একটি সিস্টেমের কথা বলে, একটি রাষ্ট্রযন্ত্রের কথা বলে। সিরিজের সব চরিত্রে বৈচিত্র্য আছে। আমার চরিত্রটি খুবই ইন্টারেস্টিং। কাজটাও বেশ ভিন্নরকম লেগেছে। আবু শাহেদ ইমন ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করলাম। সব মিলিয়ে বেশ দারুণ সময় কেটেছে।’

‘মারকিউলিস’ ওয়েব সিরিজে আইশা খান (ছবি: চরকি)

চরকিতে মুক্তিপ্রাপ্ত ‘গুণিন’ পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এবার ‘মারকিউলিস’-এ অভিনেতা হয়ে আসছেন তিনি। আট পর্বের সাসপেন্স-রহস্য ধাঁচের ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রওনক হাসান, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারীসহ অনেকেই।

‘মারকিউলিস’ ওয়েব সিরিজে ইরেশ যাকের (ছবি: চরকি)

‘মারকিউলিস’-এর চিত্রনাট্য লিখেছেন আবু শাহেদ ইমন ও সামিউল ভূঁইয়া। সম্পাদনায় সামির আহমেদ এবং সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ। আবহ সংগীত ও গান সুর করেছেন ইমন চৌধুরী। আগামী ২৮ জুন রাত ৮টায় চরকিতে মুক্তি পাবে ‘মারকিউলিস’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ