Connect with us

ঢালিউড

‘এভাবে আমাকে একা করে দিলা মামুনি?’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মা ঝর্ণা রায়ের সঙ্গে পূজা চেরি (ছবি: ফেসবুক)

মা হারালেন চিত্রনায়িকা পূজা চেরি। আজ (২৪ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে নিজের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ঝর্ণা রায়। তিনি দীর্ঘ সময় ধরে ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বাসাতেই চিকিৎসা চলছিলো। কিন্তু শেষ রক্ষা হলো না।

ছায়ার মতো থাকা মাকে হারিয়ে স্তব্ধ পূজা চেরি। নিজের গাড়ি থেকে তোলা সামনের অ্যাম্বুলেন্সের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘এভাবে আমাকে একা করে দিলা মামুনি? এইটা তো কথা ছিলো না। তুমি না বলছিলা আমার পাশে সবসময় থাকবা। আমার এখন কী হবে?’

পূজা যোগ করেন, ‘আমি কাকে আমার সব কথা বলবো মামুনি? কত কথা জমা হয়ে আছে, ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলবো। কিন্তু এইটা কী হলো? তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না? বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারাজীবন পার করবো? বলো তুমি? মা মাগো পারলে আমাকে মাফ করে দিও মা। একমাত্র তুমি ছিলে যার সাথে হাসতাম, রাগ হলে চিল্লাতাম আবার অন্যের রাগও তোমার ওপর ঝাড়তাম। আহ তখন কী যে শান্তি লাগতো। কিন্তু এখন! মামুনি বলারও কেউ নাই।’

মা ঝর্ণা রায়ের সঙ্গে পূজা চেরি (ছবি: ফেসবুক)

সবশেষে পূজা লিখেছেন, ‘নিজেকে এখন সান্ত্বনা দিচ্ছি সবাইকে চলে যেতে হয়। চিন্তা করো না মামুনি তোমার কাছে একদিন না একদিন আমিও আসবো। তোমার পিছু তোমার এই মেয়ে ছাড়বে না বলে দিলাম। ভালো থেকো মা আমার।’

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় নাম লেখান পূজা চেরি। ২০১৮ সালে ‘নূরজাহান’ সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে পথচলা শুরু করেন তিনি। একই বছর ‘পোড়ামন ২’ সিনেমায় অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। পরবর্তী সময়ে তাকে দেখা গেছে ‘দহন’, ‘প্রেম আমার ২’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’ সিনেমায়।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ