Connect with us

গান বাজনা

ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

(বাঁ থেকে) ঝিলিক, টিনা রাসেল, শুভ্র দেব, রমা রহমান, ফাহমিদা নবী, মানাম আহমেদ, নকীব খান, অণিমা রায় ও প্রিয়াঙ্কা গোপ (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২২ অনুষ্ঠিত হলো পদ্মা সেতুর পশ্চিম প্রান্তের শেখ রাসেল সেনানিবাসে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ছিলো এই জমকালো আয়োজন। তারকাবহুল এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা হিসেবে স্মারক, সনদপত্র, অর্থমূল্য চেক ও উত্তরীয় পেয়েছেন বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, মোহাম্মদ খুরশীদ আলম, আবিদা সুলতানা, নকিব খান, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মমতাজ, মানাম আহমেদ, শামা রহমান, শুভ্র দেব, লিনু বিল্লাহ, শফি মন্ডল, অণিমা রায়, হাবিব ওয়াহিদ, সিঁথি সাহা, কোনাল, ইমরান, ঝিলিক, সায়রা রেজা, কিশোর, রাশেদ, নিশিতা বড়ুয়া, অঙ্কন, খায়রুল ওয়াসি, আতিয়া আনিসা, সুমনা, তরিক মৃধা, তৃষা, মৌমিতা, বৃষ্টি, লাবিবা, সিঁথি, পূর্ণী, সুজন আরিফ, বিজয় মামুন, মেজবাহ বাপ্পী, ম্যাক আপেল সহ আরও অনেকে।

রেজওয়ানা চৌধুরী বন্যা

আজীবন সম্মাননা গ্রহণ করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

বিভিন্ন পরিবেশনায় অংশ নেন নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, সাবিলা নূর, সুমী, আদর আজাদ, টিনা রাসেল, পুষ্পিতা, রমা, পায়েল ত্রিপুরা, ঈশিকা। কোরিওগ্রাফিতে ছিল ঈগল ড্যান্স গ্রুপ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অপু মাহফুজ ও কোনাল। ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের প্রকল্প পরিচালক ছিলেন ইজাজ খান স্বপন। অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে আগামী ২৮ অক্টোবর।

সিঁথি সাহা ও হাবিব ওয়াহিদ

সেরা দ্বৈত সংগীতশিল্পীর পুরস্কার নিচ্ছেন সিঁথি সাহা ও হাবিব ওয়াহিদ (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

বিজয়ী তালিকা
সেরা কণ্ঠশিল্পী (আধুনিক গান) : ফাহমিদা নবী
সেরা সুরকার (আধুনিক গান): কিশোর
সেরা গীতিকার (আধুনিক গান): আসিফ ইকবাল
সেরা দ্বৈত সংগীতশিল্পী: হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা
সেরা ফোক ফিউশন শিল্পী: সাব্বির নাসির
সেরা লোকসংগীত শিল্পী (পল্লীগীতি ও মরমী): বাউল সুকুমার
সেরা ব্যান্ড: রেনেসাঁ
সেরা কণ্ঠশিল্পী (সিনেমার গান): ইমরান মাহমুদুল
সেরা সুরকার (সিনেমার গান): ইমন চৌধুরী
সেরা গীতিকার (সিনেমার গান): মীর সাব্বির
সেরা নজরুলসংগীত শিল্পী : প্রিয়াঙ্কা গোপ
বিশেষ পুরস্কার: সাদিয়া আফরিন মল্লিক
সেরা রবীন্দ্রসংগীত শিল্পী: শামা রহমান
সেরা নবাগত শিল্পী: নুজহাত সাবিহা পুষ্পিতা
সেরা যন্ত্রশিল্পী (উচ্চাঙ্গ): রুবা, টুংটাং, আশিক
সেরা কণ্ঠশিল্পী (বিষয়ভিত্তিক গান): ঝিলিক
সেরা সুরকার (বিষয়ভিত্তিক গান): শফিক তুহিন
সেরা গীতিকার (বিষয়ভিত্তিক গান): জুলফিকার রাসেল
সেরা শব্দ প্রকৌশলী: আমজাদ হোসেন বাপ্পী
সেরা মিউজিক ভিডিও নির্মাতা: পিপলু আর খান
সেরা প্রযোজনা প্রতিষ্ঠান: টিএম রেকর্ডস

কবির বকুল

গত দশকের সিনেমা গানে সেরা গীতিকারের পুরস্কার নিচ্ছেন কবির বকুল (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

গত দশকের সিনেমার সেরা গান
সেরা কণ্ঠশিল্পী: চন্দন সিনহা
সেরা সুরকার: কৌশিক হোসেন তাপস
সেরা গীতিকার: কবির বকুল
বিশেষ অবদান: শফিক তুহিন

গান বাজনা

২০ কোটির ঘর পেরিয়ে রেকর্ড গড়লো ‘দুষ্টু কোকিল’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তুফান’ সিনেমায় শাকিব খান ও মিমি চক্রবর্তী (ছবি: আলফা-আই স্টুডিওস)

রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ নতুন রেকর্ড গড়েছে। ইউটিউবে দুই চ্যানেল মিলিয়ে এটি ২০ কোটি বারের বেশি দেখা হয়েছে। দেশীয় সিনেমার গানের এমন কীর্তি এটাই প্রথম।

গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও কলকাতার আকাশ সেন। এর গীতিকার-সুরকার আকাশ সেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ‍লিখেছেন, “বাংলা সিনেমার প্রথম গান হিসেবে ‘দুষ্টু কোকিল’ ৬৬ দিনে ২০ কোটি বারের বেশি দেখা হয়েছে ইউটিউবে। ধন্যবাদ প্রিয় বাংলা গানের দর্শক শ্রোতা বন্ধুরা। আনন্দ ফিরে আসুক আবার।”

ইউটিউবে চরকি চ্যানেলে ১৩ কোটি ৮০ লাখ বারের বেশি এবং এসভিএফ চ্যানেলে ৬ কোটি ৭০ লাখ বারের বেশি দেখা হয়েছে ‘দুষ্টু কোকিল’। গত ২৬ জুন এটি প্রকাশিত হয়। পর্দায় এতে ঠোঁট মিলিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার রসায়ন দেখা গেছে এই গানে।

দিলশাদ নাহার কনা (ছবি: ফেসবুক)

সিনেপ্রেমীদের পাশাপাশি দুই বাংলার তারকাদের মন কেড়েছে ‘দুষ্টু কোকিল’। কেউ কেউ গানটির তালে নেচে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। বলিউড অভিনেত্রী সানি লিওনি ইনস্টাগ্রামে একটি রিলে গানটি ব্যবহারের মাধ্যমে নিজের ভালো লাগা প্রকাশ করেছেন।

‘তুফান’ সিনেমায় মিমি চক্রবর্তী ও শাকিব খান (ছবি: আলফা-আই স্টুডিওস)

ঈদুল আজহায় (১৭ জুন) মুক্তির দিন থেকেই দারুণ ব্যবসা করে ‘তুফান’। গত ২৮ জুন বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক সিনেমাহলে মুক্তি পেয়েছে এটি। সর্বশেষ গত ২৩ আগস্ট মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে এই সিনেমা।

‘তুফান’ সিনেমার পোস্টারে শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা (ছবি: আলফা-আই স্টুডিওস)

‘তুফান’-এ শাকিব খানের বিপরীতে মিমি ছাড়াও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা অভিনয় করেছেন। সিআইডি আকরাম চরিত্রে দর্শক মাতিয়েছেন চঞ্চল চৌধুরী। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন আলফা-আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল।

পড়া চালিয়ে যান

গান বাজনা

বামবার আয়োজনে ‘মুক্তি কনসার্ট’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

কনসার্ট (ছবি: বামবা)

দেশীয় ব্যান্ড সংগীতের সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা) কয়েক বছর পর কনসার্ট আয়োজন করছে। বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কৃতজ্ঞতা জানাতে এই উদ্যোগ। তাই এর শিরোনাম করা হয়েছে ‘মুক্তি কনসার্ট’।

সব ঠিক থাকলে আগামী ৩১ আগস্ট থাকছে বামবার কনসার্ট। তবে ভেন্যু ও অংশগ্রহণকারী ব্যান্ডের তালিকা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বামবার সভাপতি মাইলসের হামিন আহমেদ ও সহসভাপতি ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপুসহ সংশ্লিষ্টরা এসব বিষয়ে আলোচনা এগিয়ে নিচ্ছেন।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে বামবার ফ্যান পেজ ‘বাংলাদেশি ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি’তে কনসার্টের খবর প্রকাশিত হয় গতকাল (১৯ আগস্ট)। অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় দেওয়ার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

আশা করা হচ্ছে, বামবার প্রায় সব সদস্য ব্যান্ড কনসার্টে সংগীত পরিবেশন করবে। ফলে দেশসেরা ব্যান্ডগুলোর জনপ্রিয় গান একই আঙিনায় সরাসরি উপভোগের সুযোগ পাবেন দর্শক-শ্রোতারা।

পড়া চালিয়ে যান

গান বাজনা

‘গেট আপ স্ট্যান্ড আপ’: রবীন্দ্র সরোবরে সংহতি জানাবেন সংগীতশিল্পীরা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘গেট আপ স্ট্যান্ড আপ’ সম্মিলনের পোস্টার (ছবি: ফেসবুক)

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে দেশের সংগীতশিল্পীদের মিলনমেলা হতে যাচ্ছে। আজ (৩ আগস্ট) বিকেল ৩টায় ঢাকার রবীন্দ্র সরোবরে (ধানমণ্ডি ৮/এ) মিলিত হবেন তারা।

দেশের জনপ্রিয় ব্যান্ড, কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকবি ও যন্ত্রশিল্পীরা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার দিয়েছেন। এর শিরোনাম করা হয়েছে প্রয়াত কিংবদন্তি বব মার্লের বিখ্যাত গান ‘গেট আপ স্ট্যান্ড আপ’।

সোশ্যাল মিডিয়ায় সংগীতশিল্পীদের পেজে ‘গেট আপ স্ট্যান্ড আপ’ সম্মিলনের পোস্টার (ছবি: ফেসবুক)

ফেসবুকে সংহতি জানানোর ঘোষণা দেওয়া ব্যান্ডের মধ্যে উল্লেখযোগ্য সোলস, মাইলস, ওয়ারফেজ, আর্টসেল, শিরোনামহীন, চিরকুট, জলের গান, অ্যাশেজ, অ্যাভয়েড রাফা, ইন্দালো।

সুরকার-গীতিকবি প্রিন্স মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘এখন কনসার্টের সময় না। আমরা শুধু শান্তিপূর্ণভাবে ছাত্রদের সঙ্গে সংহতি জানাবো।’

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ