Connect with us

বলিউড

কঙ্গনাকে ইন্দিরা গান্ধী সাজাতে অস্কারজয়ী মেকআপ আর্টিস্ট

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কঙ্গনা রনৌত

কঙ্গনা রনৌত (ছবি: ইনস্টাগ্রাম)

২০২১ সালে ‘থালাইভি’ সিনেমায় তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের সাজ দর্শকদের মুগ্ধ করেছিলো। এবার ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চেহারা নিয়ে বড় পর্দায় হাজির হবেন তিনি। ‘ইমার্জেন্সি’ সিনেমায় এই চরিত্রে দেখা যাবে তাকে।

কঙ্গনাকে ইন্দিরা গান্ধীতে রূপান্তর করছেন অস্কারজয়ী রূপসজ্জা শিল্পী ডেভিড ম্যালিনোয়াস্কি। তার সঙ্গে এখন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন ৩৫ বছর বয়সী এই তারকা।

কঙ্গনা রনৌত

কঙ্গনা রনৌত (ছবি: ইনস্টাগ্রাম)

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, ডেভিডের কাছ থেকে গভীর মনোযোগ দিয়ে ইন্দিরা গান্ধীতে রূপান্তরের প্রক্রিয়া বুঝতে চেষ্টা করছেন কঙ্গনা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ওয়েলকাম টু দ্য টিম ইমার্জেন্সি। অস্কারজয়ী শিল্পীকে ইমার্জেন্সি টিমে পেয়ে আমি খুব খুশি।’

কঙ্গনা রনৌত

কঙ্গনা রনৌত (ছবি: ইনস্টাগ্রাম)

‘ডার্কেস্ট আওয়ার’ সিনেমায় প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল রূপে গ্যারি ওল্ডম্যানের সাজ ছিলো নিখুঁত। এজন্য ২০১৮ সালে বাফটা এবং অস্কার জেতেন ডেভিড ম্যালিনোয়াস্কি, কাজুহিরো সুজি ও লুসি সিবিক। হলিউডের অন্য যেসব সিনেমায় ডেভিড কাজ করেছেন সেগুলোর মধ্যে অন্যতম ‘দ্য রেভেন্যান্ট’, ‘বোহেমিয়ান র্যাপসোডি’ ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’, ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’, ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’ প্রভৃতি।

কঙ্গনা রনৌত

কঙ্গনা রনৌত (ছবি: ইনস্টাগ্রাম)

শুধু অভিনয় নয়, ‘ইমার্জেন্সি’ পরিচালনাও করবেন কঙ্গনা। ‘মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’র পর এটি হবে তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। প্রযোজনায় মণিকর্নিকা ফিল্মস। এটি তারই প্রতিষ্ঠান।

কঙ্গনা রনৌত

কঙ্গনা রনৌত (ছবি: ইনস্টাগ্রাম)

কঙ্গনাকে সবশেষ ‘ধাক্কাড়’ সিনেমায় দেখা গেছে। গত ২০ মে মুক্তির পর এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। অবস্থা এতোই বাজে হয়েছিলো যে, একদিনে মাত্র ৪ হাজার রুপির টিকিট বিক্রি হয়। শেষমেষ এর প্রদর্শনী বন্ধ করে দেয় সিনেমা হল কর্তৃপক্ষ। সেই ব্যর্থতা ভুলে এবার ‘ইমার্জেন্সি’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ