Connect with us

বলিউড

কত দামি গাড়ি কিনলেন কাজল

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কাজল

কাজল (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেত্রী কাজল নিজের নতুন সিনেমা ‘সালাম ভেঙ্কি’র প্রচারণা শুরু করেছেন। এর ট্রেলার প্রকাশ হওয়ার পর তাকে বিভিন্ন স্থানে দেখা গেছে। সবশেষ ঝাঁ-চকচকে নীল রঙের দামি বিএমডব্লিউ গাড়িতে বেরিয়েছেন তিনি। এর মূল্য ১ কোটি ৮০ লাখ রুপি।

‘সালাম ভেঙ্কি’র পোস্টারে লাল শাড়িতে দেখা গেছে কাজলকে। তাই বেশিরভাগ প্রচারণায় একই রঙের শাড়ি পরে যাচ্ছেন তিনি। বিএমডব্লিউ গাড়িতে চড়ে সুপারস্টার সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিক্সটিন’-এর সেটের কাছাকাছি গিয়েছিলেন ৪৮ বছর বয়সী এই তারকা। যদিও অনুষ্ঠানটির কোনো প্রোমোতে তাকে এখনো দেখা যায়নি।

কাজল

কাজল (ছবি: ইনস্টাগ্রাম)

কাজল ‘বিগ বস’ হাউসে প্রবেশ করবেন নাকি বিশেষ পর্বের জন্য সালমান খানের সঙ্গে মঞ্চে যোগ দেবেন তা দেখতে মুখিয়ে আছেন ভক্ত-দর্শকরা। এর আগে ‘সালাম ভেঙ্কি’র প্রচারণায় ‘ঝলক দিখলা জা টেন’ অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন কাজল।

কাজল

কাজল (ছবি: ইনস্টাগ্রাম)

রেবাতি পরিচালিত ‘সালাম ভেঙ্কি’র গল্প একজন মাকে ঘিরে, যিনি সন্তানকে নিয়ে জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি অতিক্রম করেন। এর ট্রেলার প্রশংসিত হয়েছে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৯ ডিসেম্বর। এতে আরও অভিনয় করেছেন বিশাল জেঠোয়া, অহনা কুমরা, রাহুল বোস ও রাজীব খান্দেলওয়াল।

কাজল

কাজল (ছবি: ইনস্টাগ্রাম)

এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে আমির খান ও কমল সাদানাহকে। দুই অভিনেতার সঙ্গে অনেকদিন পর অভিনয় করেছেন কাজল।

‘সালাম ভেঙ্কি’র মাধ্যমে কমল সাদানাহের সঙ্গে ৩০ বছর পর আবার অভিনয় করেছেন কাজল। ১৯৯২ সালে ‘বেখুদি’তে তারা প্রথম একফ্রেমে এসেছিলেন। সেটাই ছিলো কাজলের প্রথম সিনেমা। ‘সালাম ভেঙ্কি’তে কমলের থাকার কথা পরিচালক রেবাতি আগে থেকে জানাননি। তাই তাকে দেখে চিৎকার করে ওঠেন কাজল।

কাজল

কাজল (ছবি: ইনস্টাগ্রাম)

কাজল কয়েকদিন আগে নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিস টু’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এটি মুক্তি পাবে ২০২৩ সালের ভালোবাসা দিবস উপলক্ষে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাস্ট স্টোরিস’ সিনেমার মতোই চারটি পৃথক শর্টফিল্মের সংকলিত সিনেমা হবে এটি।

কাজল

কাজল (ছবি: ইনস্টাগ্রাম)

‘লাস্ট স্টোরিস টু’ সিনেমায় অমিত রবিন্দরনাথ শর্মার পরিচালনায় অভিনয় করবেন কাজল। সুজয় ঘোষের পর্বে থাকছেন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। আর. বালকির পরিচালনায় অভিনয় করবেন ম্রুনাল ঠাকুর, অঙ্গদ বেদি ও নীনা গুপ্ত। কঙ্কনা সেন শর্মার নির্দেশায় কাজ করবেন তিলোত্তমা সোম ও অম্রুতা সুভাষ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ