Connect with us

ঢালিউড

‘কবি’ মুক্তির আগেই আরেক সিনেমায় রাজ ও ইধিকা জুটি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শরিফুল রাজ ও ইধিকা পাল (ছবি: ফেসবুক)

চিত্রনায়ক শরিফুল রাজ ও ‘প্রিয়তমা’ তারকা ইধিকা পাল ‘কবি’তে প্রথমবার জুটি বেঁধেছেন। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এরমধ্যে আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা। রাজ-ইধিকা জুটির নতুন সিনেমার নাম রাখা হয়েছে ‘সাহেব’। এটি পরিচালনা করবেন সাইফ চন্দন।

অন্ধকারজগতের অ্যাকশন ঘরানার গল্প নিয়ে তৈরি হবে ‘সাহেব’। এতে বস্তির ছেলে থেকে ছাত্রনেতা হয়ে ওঠা তরুণের চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ। একসময় তিনি শীর্ষ সন্ত্রাসীতে পরিণত হবেন। অন্যদিকে ইধিকা পালকে দেখা যাবে মাদক বিক্রেতার ভূমিকায়।

শরিফুল রাজ (ছবি: ফেসবুক)

কয়েক দিনের মধ্যে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবেন রাজ ও ইধিকা। এরপর শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করবেন তারা। আগামী মাসের শেষ সপ্তাহে কিংবা আগস্টের প্রথম দিকে শুটিং শুরু হতে পারে।

ইধিকা পাল (ছবি: ফেসবুক)

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার নির্মাতা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার প্রযোজক আরশাদ আদনান প্রযোজনা করবেন ‘সাহেব’। গতকাল (৩ জুন) তার জন্মদিনে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। ২০২৫ সালের ভালোবাসা দিবসে কিংবা রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে এই নির্মাতার।

শরিফুল রাজ (ছবি: ফেসবুক)

‘সাহেব’ সিনেমায় পরিচালক সাইফ চন্দনের পরামর্শক হিসেবে থাকবেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর নির্মাতা হিমেল আশরাফ। প্রধান সহকারী পরিচালকের দায়িত্ব পালন করবেন ছোট পর্দার নির্মাতা সেতু আরিফ।

ইধিকা পাল (ছবি: ফেসবুক)

এদিকে ‘প্রিয়তমা’র অভাবনীয় সাফল্যের পর ইধিকা পাল এখন ওপার বাংলায় ‘খাদান’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন। এতে তার সহশিল্পী দেব ও যীশু সেনগুপ্ত।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ