Connect with us

টালিউড

কলকাতায় বুবলীর ৪৪ সেকেন্ডের ‘ফ্ল্যাশব্যাক’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ঢালিউডের চিত্রনায়িকা শবনম বুবলী প্রথমবার কলকাতার সিনেমায় অভিনয় করলেন। ‘ফ্ল্যাশব্যাক’ নামের সিনেমাটির টিজার মুক্তি পেলো। কলকাতার একটি হোটেলে গতকাল (১৭ ফেব্রুয়ারি) ছিলো এর প্রকাশনা অনুষ্ঠান। এতে অংশ নিয়েছেন তিনি। অনুষ্ঠানটির কিছু মুহূর্ত দেখুন ছবিতে।

(বাঁ থেকে) ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার পরিচালক রাশেদ রাহা, নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলী, শবনম বুবলী ও ‘মন্টু পাইলট’ তারকা সৌরভ দাস।

কৌশিক গাঙ্গুলী এর আগে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে সিনেমা পরিচালনা করেছেন। তারা একসঙ্গে অভিনয়ও করেছেন। কৌশিক গাঙ্গুলীর সঙ্গে ‘আরো এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এবার তার সঙ্গে বড় পর্দায় দেখা যাবে বুবলীকে।

‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। তিনি ও পরিচালক রাশেদ রাহা যৌথভাবে গল্পটি লিখেছেন।

‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী, সিদ্ধার্থ ও অমিত ব্যানার্জি। সংগীত পরিচালনা করেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়।

ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট ও বিগ আর এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘ফ্ল্যাশব্যাক’ প্রযোজনা করেছেন কলকাতার নারায়ণ চট্টোপাধ্যায় ও বাংলাদেশের কাজী জাফরিন মুন।

সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমায় কৌশিক গাঙ্গুলী থাকছেন অঞ্জন চরিত্রে। মঞ্চনাটক থেকে দীর্ঘদিন দূরে আছেন খ্যাতিমান অভিনেতা অঞ্জন। গল্পে সমাজের তিন ভিন্ন প্রান্ত থেকে উঠে আসা তিনটি চরিত্রের দেখা ও পরিচয় হয় পাহাড়ি জনপদে। এর শুটিং হয়েছে পশ্চিমবঙ্গের লাভা, লোলেগাঁও ও সিকিমের বিভিন্ন অঞ্চলে।

‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে সাতটি দৃশ্যে দেখা গেছে শবনম বুবলীকে।

‘ফ্ল্যাশব্যাক’ সিনেমায় শবনম বুবলীর চরিত্রের নাম শ্বেতা। মেয়েটি পেশায় একজন নির্মাতা।

‘ফ্ল্যাশব্যাক’ সিনেমায় সৌরভ দাসকে দেখা যাবে ভবঘুরে ডিকে চরিত্রে

আগামী মে মাসে ঢাকা, কলকাতা, আমেরিকা, ফ্রান্স, দুবাই ও সৌদি আরবে ‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি পাওয়ার কথা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ