টালিউড
কলকাতার সিনেমায় আবার জিতের নায়িকা মিম
ওপার বাংলার সিনেমা জগতের সুপারস্টার জিতের নতুন ঘোষিত সিনেমা ‘মানুষ’ নিয়ে এপার বাংলায় বেশ আলোচনা চলছে। কারণ এটি পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার। এটাই হতে যাচ্ছে তার প্রথম সিনেমা। এবার জানা গেলো, জিতের বিপরীতে থাকছেন বিদ্যা সিনহা মিম। যৌথ প্রযোজনার সিনেমা না হওয়ার পরও বাংলাদেশের নির্মাতা ও অভিনেত্রী যুক্ত হওয়ায় এই আলোচনা।
জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎজ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ফেসবুক পেজে আজ (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জানানো হয়েছে, জিৎ ও মিমের পাশাপাশি এই সিনেমায় অভিনয় করবেন সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী ও জিতু কমল।
জিৎজ ফিল্মওয়ার্কস থেকে ঘোষণা আসার আধাঘণ্টা পর মিম সোশ্যাল মিডিয়ায় ‘মানুষ’ সিনেমার পাণ্ডুলিপি একটি ছবি শেয়ার করেন। একইসঙ্গে তিনি জানান, এতে তার চরিত্রের নাম মন্দিরা। মেয়েটি পেশায় এসিপি, অর্থাৎ সহকারী পুলিশ কমিশনার।
এরপর জিতের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন মিম। তিনি বলেন, ‘আমার প্রিয় মানুষ জিতের সঙ্গে ‘মানুষ’ সিনেমার মাধ্যমে আবার। সঞ্জয় সমদ্দার দাদা, এই সিনেমা ফাটিয়ে দেবে!’
মিম উল্লেখ করেছেন, ২০২৩ সালের ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাবে ‘মানুষ’।
আগামীকাল (১৫ ডিসেম্বর) কলকাতায় সিনেমাটির শুটিং শুরু হবে। এজন্য গতকাল (১৩ ডিসেম্বর) সকালে কলকাতায় পৌঁছেছেন মিম। শহরটিতে প্রথম ধাপে আট দিন কাজ করবেন তিনি।
‘মানুষ’ সিনেমার গল্প লিখেছেন পরিচালক সঞ্জয় সমদ্দার। সিনেমার ট্যাগলাইন ‘চাইল্ড অব ডেস্টিনি’। জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎজ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করবেন কলকাতার গ্রাসরুট এন্টারটেইনমেন্টের গোপাল মাদনানি ও অমিত জুমরানি।
২০১৮ সালে কলকাতার ‘সুলতান-দ্য সেভিয়ার’ সিনেমায় জিতের বিপরীতে প্রথমবার অভিনয় করেন মিম। টালিগঞ্জের আরও দুটি সিনেমায় কাজ করেছেন তিনি। এগুলো হলো সৃজিত মুখোপাধ্যায়ের ‘ইয়েতি অভিযান’ (২০১৭) এবং অঙ্কিত আদিত্য পরিচালিত ‘থাই কারি’ (২০১৯)।
চলতি বছরটা দারুণ কেটেছে মিমের। রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ ও ‘দামাল’ দর্শকদের সাড়া পেয়েছে। এরমধ্যে ‘পরাণ’ বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস