Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২২: বিচারক দীপিকার পয়লা দিন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতা শাখার বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মঙ্গলবার (১৭ মে) উৎসবের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় কেটেছে তার। ফটোকল, সংবাদ সম্মেলন ও লালগালিচায় অংশ নিয়ে বাকি আট বিচারকের সঙ্গে বসে উদ্বোধনী সিনেমা দেখেছেন তিনি।

গ্রে স্টুডিও

দীপিকা পাড়ুকোন

মঙ্গলবার (১৭ মে) স্থানীয় সময় দুপুরে সংবাদ সম্মেলনে অংশ নেন দীপিকা। কান উৎসবে প্রথমবার বিচারক হওয়ার অনুভূতি জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা (ছবি: কান উৎসব)

গত কয়েক বছর লরিয়াল প্যারিসের দূত হিসেবে কানের লালগালিচায় জৌলুস ছড়িয়েছেন দীপিকা। এবারই প্রথম উৎসবটির বিচারক হলেন ৩৬ বছর বয়সী এই তারকা (ছবি: কান উৎসব)

দীপিকা পাড়ুকোন

সিল্কের প্রিন্ট শার্ট। সবুজ ঢিলেঢালা প্যান্ট। কোমরে বাদামি বেল্ট। গলায় কুন্দন-মুক্তা ও পাথরের নেকলেস। মাথায় সিল্কের ব্যান্ড। দীপিকা পাড়ুকোনের রূপ থেকে যেন চোখ ফেরানো দায়! (ছবি: কান উৎসব)

দীপিকা পাড়ুকোন

মঙ্গলবার (১৭ মে) স্থানীয় সময় সন্ধ্যায় লালগালিচায় কালো ও সোনালি রঙা সিকোয়েন্সের শাড়িতে আলো ছড়িয়েছেন দীপিকা (ছবি: কান উৎসব)

দীপিকা পাড়ুকোন

গত কয়েক বছর লরিয়াল প্যারিসের দূত হিসেবে কানের লালগালিচায় জৌলুস ছড়িয়েছেন দীপিকা। এবারই প্রথম উৎসবটির বিচারক হলেন ৩৬ বছর বয়সী এই তারকা (ছবি: কান উৎসব)

দীপিকা পাড়ুকোন

মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে মূল প্রতিযোগিতা শাখার অন্য বিচারকদের পাশাপাশি দীপিকাকে পরিচয় করিয়ে দেওয়া হয় (ছবি: কান উৎসব)

সিনেমাওয়ালা প্রচ্ছদ