Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৩: অ্যাপল টিভি প্লাসের সিনেমা নিয়ে যাচ্ছেন ডিক্যাপ্রিও

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমায় লিলি গ্ল্যাডস্টোন ও লিওনার্দো ডিক্যাপ্রিও (ছবি: অ্যাপল স্টুডিওস)

কান ফিল্ম ফেস্টিভ্যালে ফিরছেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। এবার ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসের ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমা নিয়ে কানসৈকতে যাবেন তিনি। উৎসবটির ৭৬তম আসরের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে এটি। গতকাল (৩১ মার্চ) আয়োজকরা এই ঘোষণা দিয়েছেন।

‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ পরিচালনা করেছেন মার্টিন স্করসেসি। আমেরিকান এই নির্মাতার সঙ্গে এটি ডিক্যাপ্রিওর ষষ্ঠ পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এর আগে ‘গ্যাংস অব নিউইয়র্ক’ (২০০২), ‘দ্য এভিয়েটর’ (২০০৪), ‘দ্য ডিপার্টেড’ (২০০৬), ‘শাটার আইল্যান্ড’ (২০১০) এবং ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ (২০১৩) সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। এছাড়া স্করসেসির পরিচালনায় ‘দ্য অডিশন’ নামের একটি শর্টফিল্মে দেখা গেছে ডিক্যাপ্রিওকে।

মার্টিন স্করসেসি ও লিওনার্দো ডিক্যাপ্রিও (ছবি: টুইটার)

২০১৭ সালে প্রকাশিত আমেরিকান কথাসাহিত্যিক ডেভিড গ্রানের ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’ গ্রন্থ অবলম্বনে সাজানো হয়েছে সিনেমাটি। এর চিত্রনাট্য লিখেছেন মার্টিন স্করসেসি ও এরিক রোথ। গল্পে দেখা যাবে, ১৯২০ শতকের আমেরিকান রাজ্য ওকলাহোমায় তেল আবিষ্কৃত হওয়ার পর থেকে রহস্যজনকভাবে একের পর এক ওসেজ উপজাতির সদস্য নৃশংসভাবে খুন হতে থাকে। ছবিটির বাজেট ২ হাজার ১৪০ কোটি ৩৫ লাখ টাকা।

আগামী ২০ মে দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অ্যাপল অরিজিনাল ফিল্মস প্রযোজিত ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হবে। এতে প্রধান আরেকটি চরিত্রে থাকছেন বর্ষীয়ান অভিনেতা রবার্ট ডি নিরো। এ নিয়ে স্করসেসির পরিচালনায় দশমবার পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করলেন তিনি। কানে স্বর্ণপাম জয়ী মার্টিন স্করসেসি পরিচালিত ‘ট্যাক্সি ড্রাইভার’ (১৯৭৬) তার ক্যারিয়ারের স্মরণীয় কাজ।

রবার্ট ডি নিরো, মার্টিন স্করসেসি ও লিওনার্দো ডিক্যাপ্রিও (ছবি: টুইটার)

কানের এবারের লালগালিচায় ডিক্যাপ্রিও, ডি নিরো ও স্করসেসি ছাড়াও থাকবেন সিনেমাটির অভিনেতা জেসি প্লেমন্স, অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, কারা জেড মায়ার্স, জেনাই কলিন্স, জিলিয়ান ডিওন, টেন্টু কার্ডিনাল। তবে এবারের অস্কারজয়ী অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার সিনেমাটিতে থাকলেও উৎসব আয়োজকরা তার কানসৈকতে আসার খবর নিশ্চিত করেনি।

জানা গেছে, অ্যাপল টিভি প্লাসে মুক্তির আগে প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় বড় পর্দায় আসবে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। যুক্তরাষ্ট্রে আগামী ৬ অক্টোবর সীমিতসংখ্যক কিছু সিনেমা হলে এবং ২০ অক্টোবর উত্তর আমেরিকা জুড়ে মুক্তি পাবে এটি। ফ্রান্সের সিনেমা হলে ১৮ অক্টোবর থেকে দেখা যাবে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’।

এদিকে চলতি এপ্রিলের মাঝামাঝি অফিসিয়াল সিলেকশনের পুরো তালিকা ঘোষণা করবেন কান ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক থিয়েরি ফ্রেমো। আগামী ১৬ মে বৈশ্বিক এই আসরের পর্দা উঠবে। উৎসব চলবে ২৭ মে পর্যন্ত।

মার্টিন স্করসেসি ও লিওনার্দো ডিক্যাপ্রিও (ছবি: টুইটার)

সর্বশেষ ২০১৯ সালে কানে প্রতিযোগিতা শাখার বাইরে দেখানো হয় লিওনার্দো ডিক্যাপ্রিওর ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’। এর প্রচারে আরেক হলিউড তারকা ব্র্যাড পিট এবং পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর সঙ্গে কানসৈকতে গিয়েছিলেন তিনি।

এদিকে ৩৭ বছর পর আবারও কানের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেলো মার্টিন স্করসেসি সিনেমা। ‘ট্যাক্সি ড্রাইভার’ দিয়ে তার কানযাত্রা শুরু হয়েছিলো। এরপর ১৯৮৬ সালে ‘আফটার আওয়ার্স’ সিনেমার সুবাদে কানে সেরা পরিচালকের পুরস্কার জেতেন তিনি।

১৯৯৮ সালে কানের মূল প্রতিযোগিতা শাখায় বিচারকদের প্রধান ছিলেন মার্টিন স্করসেসি। ২০০২ সালে উৎসবটির সিনেফঁদাসো ও শর্টফিল্ম শাখার বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯০ সাল থেকে বিশ্ব সিনেমার ইতিহাস সুরক্ষা ও সংরক্ষণে নিবেদিত সংস্থা দ্য ফিল্ম ফাউন্ডেশন পরিচালনা করছেন এই গুণী নির্মাতা। এর অংশ হিসেবে পুনরুদ্ধার করা বেশকিছু সিনেমা কান ক্ল্যাসিকসে পরিবেশন করেছেন তিনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ