কান ফিল্ম ফেস্টিভ্যাল
কান ২০২৩: ‘ইন্ডিয়ানা জোন্স’ ফিরছে ১৫ বছর পর
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৬তম আসরের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেলো ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’। সিরিজের পঞ্চম ও শেষ সিনেমাটিতে প্রত্নতত্ত্ব অধ্যাপক ও অভিযাত্রী ইন্ডিয়ানা জোন্স চরিত্রে অভিনয় করেছেন যথারীতি হ্যারিসন ফোর্ড। এর উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে ৮০ বছর বয়সী এই অভিনেতাকে বিশেষ সম্মান জানাবে কান কর্তৃপক্ষ।
২০০৮ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতার বাইরে দেখানো হয় ‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজের চতুর্থ সিনেমা ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’। ১৫ বছর পর ভূমধ্যসাগরের তীরে আবার দেখা যাবে ইন্ডিয়ানা জোন্সের দুঃসাহসিক যাত্রা।
সিরিজটির আগের চারটি সিনেমা পরিচালনা করেন স্টিভেন স্পিলবার্গ। তবে এবার পরিচালকের আসনে জেমস ম্যানগোল্ড। কানে অবশ্য ৫৯ বছর বয়সী এই আমেরিকান নির্মাতা নতুন নন। ১৯৯৫ সালে উৎসবটির সমান্তরাল বিভাগ ডিরেক্টরস’ ফোর্টনাইটে ছিলো তার পরিচালিত প্রথম সিনেমা ‘হেভি’। ২৮ বছর পর আবার কানসৈকতে ফিরছেন তিনি।
আয়োজকরা ঘোষণা দিয়েছেন, ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আগামী ১৮ মে। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রদর্শনী শুরুর আগে লালগালিচা মাতাবেন হ্যারিসন ফোর্ড, জেমস ম্যানগোল্ড, অভিনেত্রী ফিবি ওয়ালার-ব্রিজ, অভিনেতা বয়েড হলব্রুক, এথান ইসিডোর, ম্যাডস মিকেলসেন।
‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজের আগের চারটি সিনেমার গল্প ও চিত্রনাট্য লেখায় যুক্ত ছিলেন জর্জ লুকাস। এবার তিনি সেই দায়িত্ব পালন করেননি। তবে নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কিংবদন্তি দুই পরিচালক স্টিভেন স্পিলবার্গ ও জর্জ লুকাস।
দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ও লুকাসফিল্ম প্রযোজিত ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’ ফ্রান্সে আগামী ২৮ জুন এবং যুক্তরাষ্ট্রে আগামী ৩০ জুন মুক্তি পাবে।
১৯৮১ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজের প্রথম সিনেমা ‘রেইডার্স অব দ্য লস্ট আর্ক’। পরের দুটি সিনেমা হলো ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’ (১৯৮৪), ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ (১৯৮৯) এবং ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’ (২০০৮)।
আগামী ১৬ মে শুরু হবে ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসব চলবে ২৭ মে পর্যন্ত। চলতি এপ্রিলের মাঝামাঝি অফিসিয়াল সিলেকশনের পুরো তালিকা ঘোষণা করবেন কান ফিল্ম ফেস্টিভ্যালের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস