কান ফিল্ম ফেস্টিভ্যাল
কান ২০২৩: উদ্বোধনী আয়োজনে সৌদি আরবের টাকায় বানানো জনি ডেপের সিনেমা
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৬তম আসরের পর্দা উঠলো। উদ্বোধনী সিনেমা হিসেবে প্রতিযোগিতার বাইরে দেখানো হয়েছে ফ্রান্সের মাইওয়েন পরিচালিত ‘জান দ্যু ব্যারি’। ফরাসি ভাষায় নির্মিত এই সিনেমা গতকালই ফ্রান্সের সিনেমা হলে মুক্তি পেয়েছে। এর মাধ্যমে তিন বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করলেন হলিউড সুপারস্টার জনি ডেপ। সর্বশেষ ২০২০ সালে ‘মিনামাটা’ সিনেমায় দেখা গেছে তাকে।
সাগরপাড়ের শহর কানে ফুরফুরে মেজাজে দেখা গেছে জনি ডেপকে। লালগালিচায় পা রাখার আগে সড়ক বিভাজকে অপেক্ষমাণ ভক্তদের সানন্দে অটোগ্রাফ দিয়েছেন, ছবি তুলেছেন। ভক্তদের কারও হাতে রাখা কাগজে লেখা ছিলো, ‘অভিনন্দন, জনি।’ কেউবা কাগজে হৃদয় আকৃতি এঁকে লিখে এনেছিলেন, ‘আমরা দুঃখিত।’
প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানি মামলায় লড়াইয়ের পর এবারই প্রথম কোনো সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে এলেন ৫৯ বছর বয়সী এই তারকা। এতে রাজা পঞ্চদশ লুই চরিত্রে অভিনয় করেছেন তিনি। রাজার প্রেমিকা জান ভোবেরনিয়ারের জীবন ও উত্থান-পতন দেখা গেছে ‘জান দ্যু ব্যারি’তে। দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে রাজা পঞ্চদশ লুইয়ের বৃত্তে পৌঁছে যায় মেয়েটি। প্রথম দেখায় একে অপরের প্রেমে পড়েন তারা। জানের ভালোবাসা পেয়ে জীবনকে নতুনভাবে আবিষ্কার করেন রাজা। তাই মেয়েটিকে ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না তিনি। কিন্তু রাজসভায় কেউই মেয়েটিকে চায় না।
৩৫ মিলিমিটার ফিল্মে ধারণকৃত ‘জান দ্যু ব্যারি’র বেশিরভাগ শুটিং হয়েছে প্যালেস অব ভার্সাইয়ে। সোমবারে এটি সাপ্তাহিক বন্ধ, সপ্তাহের সেদিনই কাজ করেছেন জনি ডেপ-মাইওয়েন জুটি। সিনেমাটির বাজেট ২৪০ কোটি ৬০ লাখ টাকা। এরমধ্যে বড় অঙ্ক ফান্ড হিসেবে দিয়েছে সৌদি আরবের রেড সি ফিল্ম ফাউন্ডেশন।
জনি ডেপের সিনেমাকে উদ্বোধনী আয়োজনের জন্য বেছে নেওয়ায় বিতর্কিত হচ্ছে কান কর্তৃপক্ষ। যদিও কান ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক থিয়েরি ফ্রেমো মন্তব্য করেন, অভিনয় থেকে তো আর নিষিদ্ধ হননি জনি। ফলে তার সিনেমা অফিসিয়াল সিলেকশনে না রাখার কোনো কারণ নেই।
জনি ডেপের নতুন সিনেমার পরিচালক মাইওয়েনের বিরুদ্ধে সম্প্রতি মামলা হয়। প্যারিসের একটি রেস্তোরাঁয় একজন সাংবাদিকের মাথা ঝাঁকিয়ে ও তার মুখে থুথু ছিটানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ‘জান দ্যু ব্যারি’ তার পরিচালিত ষষ্ঠ সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। ৪৬ বছর বয়সী এই তারকা একাধারে পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেত্রী ও প্রযোজক। ২০১১ সালে প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ‘পোলিস’-এর মাধ্যমে কানের অফিসিয়াল সিলেকশনে প্রথমবার জায়গা পান তিনি। এটি জুরি প্রাইজ জেতে। ২০১৫ সালে অফিসিয়াল সিলেকশনে স্থান করে নেয় তার পরিচালিত ‘মাই কিং’।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ছাড়াও গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে গতকাল রাত ১১টা ৩০ মিনিটে আবার দেখানো হয় ‘জান দ্যু ব্যারি’। এর আগে রাত ৯টা ৩০ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের বাজিন থিয়েটারে সিনেমাটি প্রদর্শিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান
গতকাল (১৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠানের মাস্টার অব সিরিমনি (সঞ্চালক) ছিলেন অভিনেত্রী কিয়ারা মাস্ত্রোইয়ান্নি। তিনি একে একে স্বাগত জানান মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের। তারা হলেন জুরি প্রেসিডেন্ট রুবেন অস্টলান্ড, মরিয়ম টুজানি, দঁনি মিনোশেঁ, রুঙ্গানো নিয়োনি, ব্রি লারসন, পল ড্যানো, আতিক রহিমি, দামিয়ান সিফ্রন ও জুলিয়া দুকুরনো।
এরপর সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হয় সম্মানিত অতিথি আমেরিকান অভিনেতা মাইকেল ডগলাসকে। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে শত শত ফিল্ম ফেস্টিভ্যাল, কিন্তু কান একটাই। এটি ৭৬ বছরের পুরনো। আমি এই উৎসবের চেয়েও বুড়ো!’
মাইকেল ডগলাসের হাতে পুরস্কার তুলে দেন আমেরিকান অভিনেত্রী উমা থারম্যান। তখন মঞ্চে ছিলেন ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দ্যুনোভ। অনুষ্ঠানে তাকে স্বাগত জানান তার মেয়ে কিয়ারা। এবারের কান উৎসবের অফিসিয়াল পোস্টারকন্যা ইউক্রেনের প্রতি সম্মান জানান। কবি লেসিয়া ওক্রাইঙ্কার লেখা পঙক্তি উচ্চারণ করেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে এবারের আসর ঘোষণা করেন।
বিশ্বের বিভিন্ন দেশের সংবাদকর্মীদের সুবিধার্থে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারের পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। ফ্রান্স টু টেলিভিশন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্রুট সরাসরি সম্প্রচার করেছে এই আয়োজন।
কান ক্ল্যাসিকস
কানের ধ্রুপদি সিনেমার শাখা কান ক্ল্যাসিকসে দেখানো হয়েছে প্রয়াত ফরাসি ফিল্মমেকার জ্যাক রিভেতের ‘ম্যাড লাভ’ (১৯৬৯)। পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে দুপুর ২টায় শুরু হয় এর প্রদর্শনী। সিনেমাটির দৈর্ঘ্য চার ঘণ্টারও বেশি। ৫৪ বছর আগে সিনেমা হলে মুক্তি পায় এটি। এর গল্প ফিল্মমেকার সেবাস্তিয়ান ও অভিনেত্রী ক্লেয়ারের দাম্পত্য জীবনের টানাপোড়েনকে কেন্দ্র করে।
সিনেমা দ্যু লা প্লাজ
কালজয়ী সিনেমার পুনরুদ্ধার করা প্রিন্ট এবং সাম্প্রতিক সময়ে চিরবিদায় নেওয়া মাস্টার ফিল্মমেকারদের প্রতি সম্মান প্রদর্শন করা হয় কানের সিনেমা দ্যু লা প্লাজে (বিচ সিনেমা)। সাগরপাড়ে সিনেমা দেখানোর এই আয়োজনে গতকাল ছিলো ১৯৯৫ সালে কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জয়ী এমির কুস্টুরিকার ‘আন্ডারগ্রাউন্ড’। এর ব্যাপ্তি ২ ঘণ্টা ৪৭ মিনিট। ম্যাসি সৈকতে রাত ৯টা ৩০ মিনিটে অনেক দর্শক বিনামূল্যে এটি উপভোগ করেছেন।
ফটোকল ও সংবাদ সম্মেলন
উদ্বোধনী দিন সকালে সংবাদ সম্মেলন করেন কান ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক থিয়েরি ফ্রেমো। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনে হাজির হন মূল প্রতিযোগিতা শাখার ৯ বিচারক। এর আগে ফটোকলে অংশ নেন তারা। এছাড়া ফটোকলে এসেছিলেন মাইকেল ডগলাস।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস