Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৩: উর্বশীকে কেনো ঐশ্বরিয়া মনে করলো ফরাসি আলোকচিত্রীরা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও উর্বশী রাউতেলার মধ্যে মিল খুঁজে পান? ফরাসি আলোকচিত্রীরা কিন্তু ঠিকই পেয়েছেন! উর্বশীকে ভুল করে ঐশ্বরিয়া ভেবে বসেছেন তারা। তাও আবার কান ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায়। অথচ বৈশ্বিক এই মঞ্চে ২১ বছর ধরে পা মাড়িয়েছেন অ্যাশ। কীভাবে ঘটলো ব্যাপারটা? ছবিতে দেখে নিন।

গত ১৮ মে ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে আয়োজিত লালগালিচা অনুষ্ঠানে সাদা-নীল গাউন পরে হাজির হন উর্বশী রাউতেলা (ছবি: ইনস্টাগ্রাম)

উর্বশী রাউতেলা ঠোঁটে দিয়েছেন নীল লিপস্টিক। ২০১৬ সালে কান উৎসবের লালগালিচার জন্য বেগুণি লিপস্টিকে ঠোঁট সাজিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। উর্বশীর সাজ সেই ঘটনায় অনুপ্রাণিত বলে দেওয়াই যায়! (ছবি: ইনস্টাগ্রাম)

গত ১৭ মে জাপানের কোরি-ইদা হিরোকাজু পরিচালিত ‘মনস্টার’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে আয়োজিত লালগালিচায় হেঁটেছেন উর্বশী রাউতেলা (ছবি: ইনস্টাগ্রাম)

কুঁচি করা ফোলা কমলা গাউন পরেছেন উর্বশী রাউতেলা। এটি ডিজাইন করেছেন তারিক এডিজ। হাতে ছিলো টাডা ব্র্যান্ডের ছোট আকারের লাল রঙা ব্যাগ। তার অলঙ্কারগুলো বানিয়েছে সেরেনডিপিটি (ছবি: ইনস্টাগ্রাম)

লালগালিচার দুই দিকে জড়ো হয়ে থাকেন বিভিন্ন গণমাধ্যমের আলোকচিত্রী ও চিত্রগ্রাহকরা। উর্বশী রাউতেলা লালগালিচায় আসার পর তাকে ‘ঐশ্বরিয়া’ নামে ডাক দেন এক আলোকচিত্রী (ছবি: ইনস্টাগ্রাম)

ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইনস্টাগ্রামের স্টোরিতে উর্বশী রাউতেলা লিখেছেন, ‘লোকটি মূলত চেয়েছেন, ফরাসি মিডিয়া ও পাপারাজ্জিদের দিকে আমি মুখ গোমড়া করে তাকাই।’ (ছবি: ইনস্টাগ্রাম)

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৬তম আসরের উদ্বোধনী দিনে গোলাপি ফুলেল আকৃতির গাউনে দেখা গেছে উর্বশী রাউতেলাকে। তবে পোশাকের চেয়ে তার গলায় কার্টিয়ার ব্র্যান্ডের কুমির আকৃতির নেকলেস নজর কেড়েছে বেশি। সোনায় কারুকাজ করা এই নেকলেসে রয়েছে হীরা ও পান্না (ছবি: ইনস্টাগ্রাম)

কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে বলিউডের প্রয়াত অভিনেত্রী পারভীন ববির বায়োপিকের প্রচারণায় অংশ নিয়েছেন উর্বশী রাউতেলা। সিনেমায় তাকে দেখা যাবে নাম ভূমিকায় (ছবি: ইনস্টাগ্রাম)

ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যাল ভবনের সামনে পরিপাটি লালগালিচায় ২০২২ সালে প্রথমবার পা রাখেন উর্বশী রাউতেলা। সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া এই তারকা বলিউডের ‘হেট স্টোরি ফোর’ (২০১৮), ‘সনম রে’ (২০১৬), ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ (২০১৬), ‘সিং সাব দ্য গ্রেট’সহ (২০১৩) কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া তিনি কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ