Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৩: কোন সিনেমা টানা কতো মিনিট করতালি পেলো

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সিনেমা হলের ভেতরে টানা কয়েক মিনিট ধরে দাঁড়িয়ে করতালি দেওয়ার ধৈর্য কীভাবে হয় দর্শকদের? কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এই দৃশ্য দেখা যায় প্রতিদিন। অফিসিয়াল সিলেকশনে থাকা সিনেমার প্রদর্শনী শেষে আলো জ্বলে ওঠার পর এমন অভিবাদন যেন ঐতিহ্যে পরিণত হয়েছে। যেকোনও সিনেমার কলাকুশলীদের জন্য এটি বেশ আনন্দের।

একটানা করতালি পাওয়া মানেই কি দারুণ সিনেমা বোঝায়? দর্শকরা কি সত্যিই সিনেমা হলের ভেতরে এভাবে অভিবাদন জানাতে গিয়ে সময়ের কথা ভুলে যান? এটা আপনাআপনি হতে পারে, আবার পূর্বপরিকল্পিতও হতে পারে। তবে বলাবাহুল্য, সত্যিকার অর্থে ভালো না লাগলে কোনও সিনেমা ১০ মিনিটের বেশি অভিবাদন পায় না।

কান উৎসবে অফিসিয়াল সিলেকশনে থাকা সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে আয়োজকদের ক্যামেরা ক্রু গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উপস্থিত অভিনয়শিল্পী ও কলাকুশলীদের অনুভূতি ধারণ করেন। তখন তাদের মুখ তাৎক্ষণিক বড় পর্দায় দেখা যায়। ক্যামেরার ফিড যত বেশিক্ষণ স্থায়ী হয়, তত বেশি করতালি আসার সম্ভাবনা থাকে। যদি তারকাদের কারও চোখে অশ্রু জমে, তখন অভিবাদনের শব্দ প্রায়ই বেড়ে যায়। কোনও সিনেমায় তারকা বেশি থাকলে করতালি বেশিক্ষণ হওয়া স্বাভাবিক। কারণ প্রত্যেকের দিকে ক্যামেরা তাক করা হয় একে একে। ফলে বেশি সময় ধরে করতালি পাওয়া যায়।

যদিও বেশিক্ষণ অভিবাদন পাওয়া মানেই স্বর্ণপাম জয় নিশ্চিত হয়ে যাওয়া নয়। তবুও কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৬তম আসরে মূল প্রতিযোগিতা শাখায় কোন সিনেমা কতো মিনিট করতালি পেলো দেখে নেওয়া যাক।

মে ডিসেম্বর (৬ মিনিট)
পরিচালনা: টড হেইন্স (যুক্তরাষ্ট্র)
অভিনয়: নাটালি পোর্টম্যান, জুলিয়ান মুর, চার্লস মেল্টন

অ্যাস্টেরয়েড সিটি (৬ মিনিট)
পরিচালনা: ওয়েস অ্যান্ডারসন (যুক্তরাষ্ট্র)
অভিনয়: টম হ্যাঙ্কস, স্কারলেট জোহানসন, জেসন শোয়ার্টজম্যান

পারফেক্ট ডেজ (৭ মিনিট)
পরিচালনা: উইম ওয়েন্ডার্স (জার্মানি)
অভিনয়: কোজি ইয়াকুশো, আরিসা নাকানো

ফায়ারব্র্যান্ড (৮ মিনিট)
পরিচালনা: কারি আইনুজ (ব্রাজিল)
অভিনয়: আলিসিয়া ভিকান্দার, জুড ল

দ্য জোন অব ইন্টারেস্ট (৬ মিনিট)
পরিচালনা: জনাথন গ্লেজার (যুক্তরাজ্য)
অভিনয়: ক্রিস্টিয়ান ফ্রিডেল, জান্ড্রা হুলার

অ্যানাটমি অব অ্যা ফল (৭ মিনিট)
পরিচালনা: জাস্টিন ত্রিয়েত (ফ্রান্স)
অভিনয়: জান্ড্রা হুলার

ক্লাব জিরো (৫ মিনিট)
পরিচালনা: জেসিকা হাউজনার (অস্ট্রিয়া)
অভিনয়: মিয়া ওয়াজিকোস্কা

দ্য ওল্ড ওক (৮ মিনিট)
পরিচালনা: কেন লোচ (যুক্তরাজ্য)

অ্যা ব্রাইটার টুমরো (৯ মিনিট)
পরিচালনা: নান্নি মোরেত্তি (ইতালি)
অভিনয়: নান্নি মোরেত্তি, ম্যাথু আমালরিক

লা কিমেরা (৮ মিনিট)
পরিচালনা: আলিস রোরওয়াকার (ইতালি)
অভিনয়: জশ ও’কনোর, ইসাবেলা রোসেল্লিনি, আলবা রোরওয়াকার

দ্য প্যাশন অব দদাঁ পাফি (৮ মিনিট)
পরিচালনা: ট্র্যান আন হাং (ভিয়েতনাম/ফ্রান্স)
অভিনয়: জুলিয়েট বিনোশ

কিডন্যাপড (৭ মিনিট)
পরিচালনা: মার্কো বেলোকিও (ইতালি)

ব্যানেল অ্যান্ড অ্যাদামা (৬ মিনিট)
পরিচালনা: রামাতা তুলাই সি (প্রথম সিনেমা, সেনেগাল/ফ্রান্স)
অভিনয়: খাদি মানে, মামাদু দিয়ালো

মনস্টার (৬ মিনিট)
পরিচালনা: কোরি-ইদা হিরোকাজু (জাপান)
অভিনয়: সাকুরা আন্দো, হিনাতা হিরাগি, কুরোকাওয়া সয়বিন্স

ফোর ডটারস (৬ মিনিট)
পরিচালনা: কাউতার বেন হানিয়া (তিউনিসিয়া)

হোমকামিং (৫ মিনিট)
পরিচালনা: ক্যাথরিন কোরসিনি (ইতালি)

ব্ল্যাক ফাইলস (৫ মিনিট)
পরিচালনা: জ্যঁ-স্টেফান সোভেয়ার
অভিনয়: শন পেন, টাই শেরিড্যান

ফলেন লিভস (৪ মিনিট)
পরিচালনা: আকি কাউরিসমাকি (ফিনল্যান্ড)
অভিনয়: আলমা পয়েস্তি, ইউসি ভাতানেন

অ্যাবাউট ড্রাই গ্রাসেস (৫ মিনিট)
পরিচালনা: নুরি বিলগে জেলান (তুরস্ক)

লাস্ট সামার (৫ মিনিট)
পরিচালনা: ক্যাথেরিন ব্রেইয়াত (ফ্রান্স)

ইয়ুথ (স্প্রিং) প্রামাণ্যচিত্র (৩ মিনিট)
পরিচালনা: ওয়াং বিং (চীন)

সিনেমাওয়ালা প্রচ্ছদ