কান ফিল্ম ফেস্টিভ্যাল
কান ২০২৩: সম্মানসূচক স্বর্ণপাম পাবেন দুইবারের অস্কারজয়ী এই অভিনেতা
দুইবারের অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাসের অর্জনের ঝুলিতে যোগ হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের সম্মানসূচক স্বর্ণপাম। বর্ণাঢ্য ক্যারিয়ার ও সিনেমার জন্য নিবেদনের স্বীকৃতি হিসেবে এই সম্মানে ভূষিত হবেন তিনি। আগামী ১৬ মে কানের ৭৬তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে সম্মান জানাবে আয়োজকরা।
মাইকেল ডগলাসের বিস্তৃত ক্যারিয়ারে রয়েছে অনেক বিখ্যাত সিনেমা। এরমধ্যে কান ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা পেয়েছে বেশ কয়েকটি। এ তালিকায় উল্লেখযোগ্য– জেমস ব্রিজেসের ‘দ্য চায়না সিন্ড্রোম’ (মূল প্রতিযোগিতা, ১৯৭৯), পল ভারহোভেন পরিচালিত ‘বেসিক ইনস্টিঙ্কট’ (মূল প্রতিযোগিতা, ১৯৯২), জোয়েল শুমাখারের ‘ফলিং ডাউন’ (মূল প্রতিযোগিতা, ১৯৯৩), স্টিভেন সোডারবার্গের ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’ (মূল প্রতিযোগিতা, ২০১৩)। তার বিখ্যাত সিনেমার তালিকায় আরো আছে অলিভার স্টোনের ‘ওয়াল স্ট্রিট’ (১৯৮৭) ও অ্যাড্রিয়ান লাইনের ‘ফ্যাটাল অ্যাট্রাকশন’ (১৯৮৭)।
৭৮ বছর বয়সী আমেরিকান এই তারকা বলেন, ‘কানে সবসময়ই প্রাণ ভরে তাজা হাওয়ায় শ্বাস নেওয়া যায়। দীর্ঘকাল ধরে প্রতিভাবান নির্মাতাদের শৈল্পিক সাহসিকতা দেখানো ও গল্প বলার ক্ষেত্রে উৎকর্ষতার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম দিয়ে এসেছে এই উৎসব। কান আমাকে সবসময় মনে করিয়ে দেয়, আমরা পর্দায় যা দেখি সেটাই শুধু নয়, বরং সারাবিশ্বের মানুষকে প্রভাবিত করার ক্ষমতাই সিনেমার জাদু।’
আগামী ১৬ মে দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে হলিউড তারকা জনি ডেপ অভিনীত ‘জান দ্যু ব্যারি’।
১২ দিনব্যাপী কান ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা নামবে আগামী ২৭ মে। উৎসবের সমাপনী সিনেমা হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’। এটি রয়েছে প্রতিযোগিতার বাইরে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস