Connect with us

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৪: স্বর্ণপাম কে জিতবে?

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালের কম্পিটিশন শাখার ৯ বিচারক (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বায়োপিক, মেক্সিকান মাদক সম্রাটকে কেন্দ্র করে সংগীতনির্ভর সিনেমা, ফ্রান্সিস ফোর্ড কপোলার দীর্ঘদিনের আবেগঘন মুভি– কান ফিল্ম ফেস্টিভ্যালের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে এমন ২২টি সিনেমা। আজ (২৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিট) জমকালো এই উৎসবের সমাপনী হতে যাচ্ছে।

কম্পিটিশন শাখার প্রধান বিচারকের দায়িত্বে আছেন ‘বার্বি’ সিনেমার পরিচালক গ্রেটা গারউইগ। তিনিই সিদ্ধান্ত নেবেন কোন সিনেমা স্বর্ণপাম জিতবে। তার নেতৃত্বে বিচারক হিসেবে আছেন আরো ৮ জন। তাদের মধ্যে আছেন আমেরিকান অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক নাদিন লাবাকি, তুর্কি চিত্রনাট্যকার এব্রু জেলান, জাপানিজ পরিচালক হিরোকাজু কোরি-এদা, ইতালিয়ান অভিনেতা পিয়ারফ্রান্সেসকো ফাভিনো, স্প্যানিশ পরিচালক হুয়ান আন্তোনিও বায়োনা, ফরাসি অভিনেতা ওমর সি।

কান উৎসবের কম্পিটিশন শাখার বিচারকদের সিদ্ধান্ত যেমন যেকোনও পরিচালকের জীবন বদলে দিতে পারে, তেমনই মলিনও করে দিতে পারে।

ফ্রান্সিস ফোর্ড কপোলার বহুল আলোচিত কল্পবিজ্ঞানধর্মী সিনেমা ‘মেগালোপলিস’ কানে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর বোদ্ধাদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এতে অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার ও নাতালি এমানুয়েল।

তবে ফরাসি নির্মাতা জ্যাক অদিয়াঁরের সেলেনা গোমেজ ও জোয়ি স্যালডানা অভিনীত ‘এমিলিয়া পেরেস’ স্বর্ণপামের জন্য সবচেয়ে ফেভারিট। এর গল্পে দেখা যায়, পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হওয়া মেক্সিকান একজন মাদক সম্রাট নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে একটি অলাভজনক প্রতিষ্ঠান খোলে। সমালোচকরা সংগীতনির্ভর ছবিটি দেখে ইতিবাচকভাবে অবাক হয়েছেন।

কম্পিটিশন শাখায় প্রতিষ্ঠিত তিন ফিল্মমেকার ইয়োর্গোস লানতিমোস (কাইন্ডস অব কাইন্ডনেস), ডেভিড ক্রোনেনবার্গ (দ্য শ্রাউডস) ও পল শ্রেডারের (ও কানাডা) সিনেমা থাকায় ব্যাপক উন্মাদনা ছড়িয়েছিলো। কিন্তু স্বর্ণপামের দৌড়ে তাদের সম্ভাবনা ক্ষীণ বলে মনে করেন বোদ্ধারা।

স্বর্ণপামে লড়াইয়ে অনেকের পছন্দ পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এর মাধ্যমে দীর্ঘ ৩০ বছর পর ভারতের কোনও সিনেমা কান উৎসবের কম্পিটিশন শাখায় স্থান করে নিয়েছে।

কম্পিটিশন শাখার অন্যান্য সিনেমার মধ্যে নিউইয়র্কের নাইটক্লাবের একজন নৃত্যশিল্পীকে কেন্দ্র করে নির্মিত শন বেকারের ‘আনোরা’, ডেমি মুর অভিনীত ‘দ্য সাবস্ট্যান্স’, ডোনাল্ড ট্রাম্পের জীবন অবলম্বনে সাজানো ‘দ্য অ্যাপ্রেন্টিস’ এবং ইরানের নির্বাচিত পরিচালক মোহাম্মদ রাসুলফের ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ মনোযোগ আকর্ষণ করেছে। যেকোনও সিনেমাই জিতে যেতে পারে স্বর্ণপাম!

কানের এবারের আসরে হলিউডের প্রবীণ তারকাদের সম্মান জানিয়েছে। ফ্রান্সিস ফোর্ড কপোলাকে কম্পিটিশন শাখায় স্থান দেওয়ার পাশাপাশি অভিনেত্রী মেরিল স্ট্রিপকে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হয়েছে। সমাপনী আয়োজনে জর্জ লুকাসকে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে। এছাড়া অস্ট্রেলিয়ান নির্মাতা জর্জ মিলারের ব্লকবাস্টার ফ্রাঞ্চাইজের নতুন কিস্তি ‘ফিউরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’ এবং কেভিন কস্টনারের বহুল কাঙ্ক্ষিত ‘হরাইজন, অ্যান আমেরিকান সাগা’ ওয়ার্ল্ড প্রিমিয়ার করার সুযোগ পেয়েছে প্রতিযোগিতার বাইরে।

গত ১৪ মে ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যাল ভবনে ৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হয়। ওই অনুষ্ঠানের মতো সমাপনী আয়োজন সঞ্চালনা করবেন ফরাসি কমেডিয়ান ক্যামিল কোঁতা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ