বলিউড
কার্তিকের চারদিকে এত পজিটিভ, করোনাও পজিটিভ!
বলিউড তারকা কার্তিক আরিয়ান ‘ভুল ভুলাইয়া টু’র দারুণ ব্যবসায়িক সাফল্যে কী আনন্দেই না ছিলেন। হুট করেই বিষাদ ভর করেছে তার শরীরে। ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ বছর বয়সী এই অভিনেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃসংবাদটি দিয়েছেন কার্তিক। তিনি লিখেছেন, ‘চারদিকে সবকিছু এত পজিটিভ চলছে দেখে করোনা আর থাকতে পারলো না! সেও পজিটিভ হয়ে গেলো।’
গত বছরের মার্চে প্রথমবার কার্তিকের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কিছুদিন পর হতে যাচ্ছে আইফা অ্যাওয়ার্ডস ২০২২। এতে শহিদ কাপুর, অনন্যা পাণ্ডে, নোরা ফাতেহিসহ বলিউডের কয়েকজন তারকার পাশাপাশি মঞ্চ মাতানোর কথা ছিলো কার্তিকের। কিন্তু করোনার কারণে এই আয়োজনে আর অংশ নেওয়া হচ্ছে না তার।
আনিস বাজমি পরিচালিত ভৌতিক-কমেডি ‘ভুল ভুলাইয়া টু’ হলো ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া’র সিক্যুয়েল। এতে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি ও টাবু। ভারতে এটি আয় করেছে ১৭২ কোটি ১০ লাখ রুপি। অন্যান্য দেশ থেকে এসেছে ২৮ কোটি ৩৫ লাখ রুপি। সব মিলিয়ে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২০০ কোটি ৪৫ লাখ রুপি।
কার্তিকের হাতে রয়েছে রোহিত ধাওয়ানের পরিচালনায় তেলুগু সিনেমার রিমেক ‘শেহজাদা’র কাজ। এতে তার বিপরীতে দেখা যাবে কৃতি স্যাননকে। এছাড়া শশাঙ্ক ঘোষের রোমান্টিক থ্রিলার ‘ফ্রেডি’ (আলায়া এফ), সাজিদ নাদিয়াড়ওয়ালার ‘সত্যনারায়ণ কি কথা’ এবং হানসাল মেহতার ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’য় অভিনয় করছেন তিনি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস