Connect with us

হলিউড

কুয়েতের পর লেবাননে আসছে নিষেধাজ্ঞা, ‘বার্বি’র ওপর কেনো ক্ষেপেছে আরব বিশ্ব

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘বার্বি’র দৃশ্যে রায়ান গসলিং ও মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘বার্বি’ কুয়েতে নিষিদ্ধ করা হয়েছে। এর সামাজিক মূল্যবোধ নিয়ে আরব বিশ্বে সমালোচনার ঝড় ওঠায় লেবাননে এটি নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, “জনসাধারণের নৈতিকতা’ রক্ষায় ‘বার্বি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।”

কুয়েতের তথ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘বার্বি’ দেশটির সমাজ ব্যবস্থা ও জনসাধারণের কাছে পুরোপুরি অচেনা একটি বিশ্বাস তুলে ধরেছে।

‘বার্বি’র দৃশ্যে মার্গো রবি ও রায়ান গসলিং (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

কুয়েতের বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের দাবি, সাধারণত কোনো সিনেমায় দেশটির সংস্কৃতিকে তুচ্ছ করা হলে সেসব দৃশ্য কেটে ফেলা হয়। কিন্তু রাষ্ট্রের কাছে অগ্রহণযোগ্য যেকোনো আচরণকে উৎসাহিত করা হলে সেই সিনেমা সরাসরি নিষিদ্ধ করে দেয় বোর্ড।

লেবাননের সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ মোরতাদার অভিযোগ, ‘বার্বি’ সমকামিতা ও লিঙ্গ রূপান্তরের প্রচারণা চালাচ্ছে। তার মন্তব্য– বাবার অভিভাবকত্ব প্রত্যাখ্যান, মায়ের ভূমিকাকে অবমূল্যায়ন ও উপহাস করার পাশাপাশি বিয়ের প্রয়োজনীয়তা ও পরিবার প্রথাকে প্রশ্নবিদ্ধ করেছে সিনেমাটি। এ কারণে ‘বার্বি’ নিষিদ্ধ করার জন্য নিজের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী বাসাম মাওলাভি দেশটির সেন্সরশিপ কমিটিকে এই সিনেমা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন।

‘বার্বি’র দৃশ্যে রায়ান গসলিং ও মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

যদিও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশগুলোতে চলছে গ্রেটা গারউইগ পরিচালিত ‘বার্বি’। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় গত ২১ জুলাই মুক্তির পর এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে এই সিনেমা।

‘বার্বি’র দৃশ্যে রায়ান গসলিং ও মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

এর আগে দক্ষিণ চীন সাগর ইস্যুতে ভিয়েতনামে নিষিদ্ধ হয় সিনেমাটি। দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ অংশকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করেছে চীন। এজন্য দেশটির মানচিত্রে ইংরেজি অক্ষর ইউ আকৃতির নাইন-ড্যাশ লাইন রয়েছে। এতে দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজেদের দাবি করে চীন সরকার সেসব এলাকাকে নয়টি লাল রেখা দিয়ে চিহ্নিত করেছে। এটাই ‘নাইন-ড্যাশ লাইন’ হিসেবে পরিচিত। ‘বার্বি’ সিনেমার একটি দৃশ্যে চীনের এমন মানচিত্র তুলে ধরা হয়েছে। এ কারণে ভিয়েতনাম সরকার এটি প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করে।

‘বার্বি’র দৃশ্যে মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

আমেরিকান পুতুল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ম্যাটেলের বিখ্যাত বার্বি ডল অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অস্কার মনোনীত নোয়া বাউমবাখ ও গ্রেটা গারউইগ যুগল। এটি পরিচালনা করেছেন ৩৯ বছর বয়সী আমেরিকান নির্মাতা-অভিনেত্রী গ্রেটা গারউইগ।

‘বার্বি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গো রবি। এছাড়া বিভিন্ন পেশার ‘বার্বি’ হিসেবে অভিনয় করেছেন ফরাসি-ব্রিটিশ অভিনেত্রী এমা ম্যাকি, আমেরিকান অভিনেত্রী ইসা রেই, হারি নেফ, আলেকজান্দ্রা শিপ, কেট ম্যাকিনন, আনা ক্রুজ কেইন, আইরিশ অভিনেত্রী নিকোলা কফলান, ব্রিটিশ অভিনেত্রী রিতু আরিয়া, স্কটিশ অভিনেত্রী শ্যারন রুনি ও ব্রিটিশ-আলবেনিয়ান সংগীতশিল্পী দুয়া লিপা।

‘বার্বি’র দুই তারকা রায়ান গসলিং ও মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

কেন চরিত্রে দেখা গেছে কানাডিয়ান তারকা রায়ান গসলিংকে। এছাড়া বিভিন্ন কেইন চরিত্রে আছেন কানাডিয়ান অভিনেতা সিমু লিউ, আমেরিকান অভিনেতা জন চেনা, স্কট ইভান্স, রুয়ান্ডান-স্কটিশ অভিনেতা এনকুটি গাটোয়া, ব্রিটিশ অভিনেতা কিংসলে বেন-আডির। ‘বার্বি’তে আরও অভিনয় করেছেন আমেরিকান অভিনেতা উইল ফেরেল, আমেরিকান অভিনেত্রী আমেরিকা ফেরেরা, রিয়া জো পার্লম্যান, আরিয়ানা গ্রিনব্লাট, ব্রিটিশ অভিনেত্রী এমারেল্ড ফেনেল, অভিনেতা কনোর সুইনডেলস, জেমি ডেমেট্রিউ, কানাডিয়ান অভিনেতা মাইকেল চেরা। ধারাবর্ণনা দিয়েছেন বর্ষীয়ান ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ