Connect with us

নাটক

গানে বাজিমাত করার পর শ্রমিক দিবসের নাটকে ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জেনি’ নাটকের দৃশ্যে তাসনিয়া ফারিণ (ছবি: সিনেমাওয়ালা)

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হবো’ দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এটি এখন ইউটিউবে ডেইলি টপ মিউজিক ভিডিওস চার্টে ৩৯ নম্বরে আছে। গায়িকা হিসেবে অভিষেকেই বাজিমাত করেছেন এই তারকা। এবার আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিশেষ নাটকে দর্শকদের সামনে হাজির হলেন তিনি।

তাসনিয়া ফারিণের নতুন নাটকের নাম ‘জেনি’। এতে নাম ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। এর টিজারে দেখা গেছে, ঘরে-বাইরে কর্মজীবী নারীদের কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়।

‘জেনি’ নাটকের দৃশ্যে তাসনিয়া ফারিণ (ছবি: সিনেমাওয়ালা)

আজ মে দিবসে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে লাক্স নিবেদিত ‘জেনি’। এতে আরো অভিনয় করেছেন পার্থ শেখ, সমু চৌধুরী, শিমুল খান, এবি রোকন, আনাস খান, আরবিন, টুম্পা মাহবুব।

‘জেনি’র গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। চিত্রগ্রহণে ফুয়াদ বিন আলমগীর।

‘জেনি’ নাটকের দৃশ্যে তাসনিয়া ফারিণ ও পার্থ শেখ (ছবি: সিনেমাওয়ালা)

‘জেনি’ নাটকে ‘জানি তুই পারবি’ শিরোনামে একটি গান রয়েছে। তারিক তুহিনের কথামালায় এর সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। তার সঙ্গে এটি গেয়েছেন আয়েশা মৌসুমী।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ