গান বাজনা
গান গাওয়ার মাঝেই মঞ্চে হঠাৎ অসুস্থ সাবিনা ইয়াসমিন

সাবিনা ইয়াসমিন (ছবি: ফেসবুক)
দেশবরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ঢাকার একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার মেয়ে ফাইরুজ ইয়াসমিন বাঁধন নিশ্চিত করেছেন, এখন তিনি শঙ্কামুক্ত। তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন গায়িকা।
আজ (৩১ জানুয়ারি) এইচএসবিসি বাংলাদেশ আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’ শীর্ষক একটি অনুষ্ঠানে গান গাইছিলেন সাবিনা ইয়াসমিন। ‘আমি আছি থাকবো’ গানটি গাওয়ার ঠিক পরেই রাত ৮টা ১৫ মিনিটের সময় হঠাৎ তিনি মাথায় ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন স্থিতিশীল।

সাবিনা ইয়াসমিন (ছবি: এইচএসবিসি বাংলাদেশ)
সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন ক্যান্সারে ভুগেছেন। তার হঠাৎ অসুস্থতায় আয়োজকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। খবরটি ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা উৎকণ্ঠা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে তিনি পর্যাপ্ত চিকিৎসা ও বিশ্রামে সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী চিকিৎসকরা।

সাবিনা ইয়াসমিনের কিছু গানের তালিকা (ছবি: এইচএসবিসি বাংলাদেশ)
আজকের অনুষ্ঠানটির মাধ্যমে দীর্ঘদিন পর মঞ্চে প্রত্যাবর্তন করেন সাবিনা ইয়াসমিন। কিন্তু তার ফেরার আয়োজনে দেখা দিলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফলে খ্যাতিমান এই গায়িকার সুরেলা কণ্ঠ অল্প সময় উপভোগ করতে পেরেছেন দর্শক-শ্রোতারা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস