Connect with us

বলিউড

নিজের গ্রামের স্কুলে লাইব্রেরি স্থাপন করলেন বলিউডের এই অভিনেতা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বিহারের গোপালগঞ্জের স্কুলে পঙ্কজ ত্রিপাঠী (ছবি: টুইটার)

বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলার বাসিন্দা। গোপালগঞ্জের বেলসন্দে যেখানে স্কুলজীবন কাটিয়েছেন, সেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি নতুন সমৃদ্ধ লাইব্রেরি স্থাপন করেছেন ৪৬ বছর বয়সী এই অভিনেতা। এর উদ্বোধন করেছেন তিনি নিজেই।

প্রয়াত বাবা পণ্ডিত বেনারস তিওয়ারির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মহতি উদ্যোগটি নিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। বাবার সম্মানে তার গড়া পণ্ডিত বেনারস তিওয়ারি ফাউন্ডেশন ট্রাস্ট লাইব্রেরি স্থাপনে অনুদান দিয়েছে। স্কুল কর্তৃপক্ষের আশা, এটি নবীন শিক্ষার্থীদের জন্য জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

বিহারের গোপালগঞ্জের স্কুলে পঙ্কজ ত্রিপাঠী (ছবি: টুইটার)

স্কুল ও শিক্ষার্থীদের জন্য একটি টেকসই উপহার দিলেন সাহিত্যানুরাগী পঙ্কজ ত্রিপাঠী। তিনি বলেন, “আমার বাবা পণ্ডিত বেনারস তিওয়ারির স্মৃতিতে এই লাইব্রেরি উৎসর্গ করছি। আমার আশা, এর ফলে গোপালগঞ্জের বেলসঁন্দের শিক্ষার্থীদের মনে ধীরে ধীরে সাহিত্যের প্রতি ভালোবাসা বাড়বে। শিক্ষার সুযোগ হলো সবচেয়ে ভালো উপহার, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিতে পারি। তাদের অধ্যয়নের যাত্রায় অবদান রাখতে পারা আমার জন্য সম্মানের।’

শিক্ষা প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করে তুলতে পণ্ডিত বেনারস তিওয়ারি ফাউন্ডেশন ট্রাস্ট থেকে একটি প্রকল্প হাতে নেন পঙ্কজ ত্রিপাঠী। এর মাধ্যমে স্কুলটির পরিকাঠামোর ব্যাপক উন্নতি সাধন করা হয়েছে। এরমধ্যে রয়েছে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবস্থা এবং স্কুলপ্রাঙ্গণকে নতুন রঙে সাজানো। এছাড়া পরিবেশবান্ধব সৌরশক্তি প্যানেল স্থাপন করা হয়েছে।

‘ওএমজি টু – ওহ মাই গড!’ সিনেমায় অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠি (ছবি: ভায়াকম এইটিন পিকচার্স)

সর্বশেষ ‘ওএমজি টু – ওহ মাই গড!’ সিনেমার মাধ্যমে পঙ্কজ ত্রিপাঠীকে বড় পর্দায় দেখা গেছে। এতে দায়িত্ববান স্বামী ও বাবা কান্তি স্মরণ মুদগাল চরিত্রে অভিনয় করেছেন তিনি। লোকটি ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। একদিন তার ছেলেকে অনৈতিক আচরণের দায়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়। কান্তি বুঝতে পারেন, তার ছেলে যৌন শিক্ষা বিষয়ে ভুল তথ্য ও বিভ্রান্তির শিকার হয়েছে। তাই যৌন শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে স্কুল, শিক্ষা ব্যবস্থা ও আদালতকে চ্যালেঞ্জ জানান তিনি।

অমিত রাই পরিচালিত ‘ওএমজি টু – ওহ মাই গড!’ সিনেমায় ভগবান শিবের দূত চরিত্রে অতিথি শিল্পী হিসেবে আছেন অক্ষয় কুমার। আইনজীবীর ভূমিকায় দেখা গেছে ইয়ামি গৌতমকে।

আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে পঙ্কজ ত্রিপাঠীর নতুন সিনেমা ‘ফুকরে থ্রি’। আজ এর প্রথম গান ‘বে ফুকরে’ প্রকাশিত হয়েছে। এতে ‘ফুকরে’ ফ্র্যাঞ্চাইজের তিন নিয়মিত অভিনেতা পুলকিত সম্রাট, বরুণ শর্মা ও মানজোত সিংয়ের পাশাপাশি তাকে নাচতে দেখা গেছে। ‘ফুকরে’ ফ্র্যাঞ্চাইজে এবারই প্রথম ঢুকলেন পঙ্কজ ত্রিপাঠী। ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি প্রযোজিত ‘ফুকরে থ্রি’ পরিচালনা করেছেন মৃগদীপ সিং লাম্বা।

কয়েকদিন আগে ঘোষিত ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। মারাঠি সিনেমা ‘মালা আই হাইচি!’র (২০১১) হিন্দি রিমেক ‘মিমি’তে এক বিদেশি দম্পতির গাইডের চরিত্রে দারুণ অভিনয় করেছেন তিনি।

জয়া আহসান ও পঙ্কজ ত্রিপাঠী (ছবি: ফেসবুক)

পঙ্কজ ত্রিপাঠীর হাতে আরো তিনটি সিনেমা আছে। এগুলো হলো ‘ম্যায় অটল হু’, ‘স্ত্রী টু’ এবং ‘কড়ক সং’। এরমধ্যে ‘ম্যায় অটল হু’তে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় দেখা যাবে তাকে। আর ‘কড়ক সং’ সিনেমায় তার সহশিল্পী বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

‘ওএমজি টু – ওহ মাই গড!’ সিনেমায় পঙ্কজ ত্রিপাঠী (ছবি: ভায়াকম এইটিন পিকচার্স)

সিনেমাওয়ালা প্রচ্ছদ