Connect with us

ছবি ও কথা

গোল্ডেন গ্লোবস ২০২৩: লালগালিচায় তারার মেলা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ফিরে এলো হলিউড তারকাদের চেনা ভিড়। মঙ্গলবার (বাংলাদেশ সময় ১১ জানুয়ারি ভোর) বাহারি নজরকাড়া পোশাক পরে লালগালিচায় হেঁটেছেন তারা। আয়োজক হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনে কৃষ্ণাঙ্গ সদস্যের ঘাটতি এবং বিজয়ী নির্বাচনে পক্ষপাতিত্বকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের কারণে তারকা উপস্থিতি কম থাকার জল্পনা কয়েকটি ব্যতিক্রম ছাড়া অনেকাংশে ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। অবশ্য টম ক্রুজ ও ব্রেন্ডন ফ্রেজার আগে থেকেই অনুষ্ঠানটি বর্জনের ঘোষণা দিয়েছিলেন। তবে মনোনীত বেশিরভাগ তারকাকে লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে হাসিখুশি দেখা গেছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ