Connect with us

ওটিটি

চরকিতে সাতদিন ‘স্বাধীনতা উৎসব’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘ওরা ১১ জন’, ‘গেরিলা’, ‘আলোর মিছিল’ সিনেমার পোস্টার (ছবি: চরকি)

দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে চলছে ‘স্বাধীনতা উৎসব’। গত ২৩ মার্চ থেকে এতে যুক্ত হয়েছে বিশেষ একটি অপশন। এর মাধ্যমে শুধু রেজিস্ট্রেশন করে মুক্তিযুদ্ধভিত্তিক সাতটি কন্টেন্ট দেখা যাচ্ছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই সুযোগ থাকছে ২৯ মার্চ পর্যন্ত।

চরকির স্বাধীনতা উৎসবে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’, ‘গেরিলা’, ‘আলোর মিছিল’, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘একাত্তরের যীশু’ ও’ সূর্য দীঘল বাড়ী’ এবং ওয়েব সিরিজ ‘জাগো বাহে’।

ওয়েব সিরিজ ‘জাগো বাহে’র পোস্টার (ছবি: চরকি)

২০২১ সালের ডিসেম্বরে চরকিতে মুক্তি পায় সংকলিত সিরিজ ‘জাগো বাহে’। এর তিনটি পর্বে দেখা গেছে ভাষা আন্দোলন, ১৯৭০ ও ১৯৭১ সালের প্রেক্ষাপট। ‘শব্দের খোয়াব’, ‘লাইটস ক্যামেরা অবজেকশন’ ও ‘বাংকার বয়’ নামের পর্বগুলো পরিচালনা করেছেন সিদ্দিক আহমেদ, সালেহ সোবহান অনীম ও সুকর্ণ শাহেদ ধীমান।

মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’ ১৯৭২ সালে মুক্তি পায়। চাষী নজরুল ইসলামের পরিচালনায় এতে কয়েকজন মুক্তিযোদ্ধা অভিনয় করেন। তাদের মধ্যে অন্যতম খসরু, মুরাদ, হেলাল ও নান্টু। এছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, নূতন, এটিএম শামসুজ্জামানসহ অনেকে।

‘সূর্য দীঘল বাড়ী’ সিনেমার পোস্টার (ছবি: চরকি)

নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ মুক্তি পায় ২০১১ সালে। এটি সর্বোচ্চ ১০টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে। এতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস আহমেদ, শম্পা রেজা, আহমেদ রুবেলসহ অনেকে।

নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত আরেক সিনেমা ‘একাত্তরের যীশু’তে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন ফরীদি, জহির উদ্দিন পিয়ার, শহীদুজ্জামান সেলিম, আবুল খায়েরসহ অনেকে।

‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’র পোস্টার (ছবি: চরকি)

মোস্তফা সরয়ার ফারুকী ও রেদওয়ান রনি পরিচালিত ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ সিনেমায় অভিনয় করেছেন সোহেল খান, মুনিরা মিঠুসহ অনেকে।

এছাড়া নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’, শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকের পরিচালিত ‘সূর্য দীঘল বাড়ী’ দেখা যাচ্ছে চরকিতে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ