Connect with us

ঢালিউড

চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

অঞ্জনা রহমান (ছবি: ফেসবুক)

একসময়ের চিত্রনায়িকা অঞ্জনা রহমান মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ (৪ জানুয়ারি) দুপুরে এফডিসিতে অঞ্জনার জানাজা হবে। তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

জানা গেছে, তিন সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন অঞ্জনা। জ্বর ও রক্তে সংক্রমণ ধরা পড়ে তার। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে কয়েকদিন ছিলেন তিনি। গত ১ জানুয়ারি বিএসএমএমইউতে চলে আসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। কিন্তু শেষ রক্ষা হলো না। নিভে গেছেন এই তারকা।

অঞ্জনা রহমান (ছবি: ফেসবুক)

অঞ্জনা নৃত্যশিল্পী থেকে চিত্রনায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘দস্যু বনহুর’। এতে তার নায়ক ছিলেন সোহেল রানা।

অঞ্জনা প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তার বাণিজ্যিক সফল সিনেমার তালিকায় উল্লেখযোগ্য– ‘মাটির মায়া’, ‘অশিক্ষিত’, ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘জিঞ্জির’, ‘অংশীদার’, ‘আনারকলি’, ‘বিচারপতি’, ‘আলাদীন আলীবাবা সিন্দাবাদ’, ‘অভিযান’, ‘মহান’, ‘রাজার রাজা’, ‘বিস্ফোরণ’, ‘ফুলেশ্বরী’, ‘রাম রহিম জন’, ‘নাগিনা’, ‘যাদু নগর’, ‘সখী তুমি কার’, ‘নেপালী মেয়ে’, ‘রাখে আল্লাহ মারে কে’, ‘একই রাস্তা’, ‘অঙ্কুর’, ‘মাধবীলতা’, ‘জবরদস্ত’, ‘জিদ্দী’, ‘আশীর্বাদ’, ‘শাহী কানুন’, ‘রূপসী বাংলা’, ‘বাপের বেটা’, ‘মরুর বুকে’, ‘প্রমাণ’, ‘বিক্রম’, ‘আকাশপরি’, ‘রাজার রাজা’, ‘বিধিলিপি’, ‘দিদার’, ‘আনারকলি’, ‘অগ্নিপুরুষ’, ‘টার্গেট’, ‘মহারাজ’, ‘আশার প্রদীপ’, ‘প্রতিরোধ’, ‘বেদনা’, ‘সোনার পালঙ্ক’, ‘চোখের মনি’, ‘প্রেমের সমাধি’, ‘ঈমানদার’, ‘সুখ’, ‘দোযখ’ ইত্যাদি।

অঞ্জনা রহমান (ছবি: ফেসবুক)

অঞ্জনা ১৯৮১ সালে ‘গাঙচিল’ ও ১৯৮৬ সালে ‘পরিণীতা’ সিনেমার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অঞ্জনা। এছাড়া ‘মোহনা’, ‘পরিণীতা’ ও ‘রাম রহিম জন’-এর সুবাদে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে তিনবার বাচসাস পুরস্কার পেয়েছেন তিনি। নৃত্যশিল্পী হিসেবে তার হাতে উঠেছে অনেক স্বীকৃতি।

ব্যক্তিজীবনে পরিচালক আজিজুর রহমান বুলিকে বিয়ে করেন অঞ্জনা। পরবর্তী সময়ে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ