Connect with us

ছবি ও কথা

ছবিতে মিস ইউনিভার্সের মুকুট জয়ী সুন্দরী

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার সুন্দরী শেনিস পালাসিয়স। গতকাল (১৮ নভেম্বর) রাতে এল সালভাদরের রাজধানী সান সালভাদরে নতুন মিস ইউনিভার্সের নাম ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৮৪টি দেশের সুন্দরীরা। থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড প্রথম রানার-আপ এবং অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন দ্বিতীয় রানার-আপ হয়েছেন।

মিস ইউনিভার্স শেনিস পালাসিয়স (ছবি: মিস ইউনিভার্স)

শেনিস পালাসিয়সের মাথায় মুকুট পরিয়ে দেন ২০২২ সালের মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল।

এবারই প্রথম নিকারাগুয়ার কোনো সুন্দরী মিস ইউনিভার্স খেতাব পেলেন। এর মাধ্যমে ইতিহাস গড়েছেন শেনিস পালাসিয়স।

ফাইনাল রাউন্ডে জানতে চাওয়া হয়, জীবনের একটি দিন অন্য কোনো নারী হয়ে কাটাতে হলে কাকে বেছে নেবেন? শেনিস পালাসিয়স বেছে নিয়েছেন অষ্টাদশ শতকের ব্রিটিশ দার্শনিক ও নারীবাদী মেরি ওলস্টোনক্রাফটকে। তিনি বলেন, ‘সীমানার বাধা পেরিয়ে নারীদের জন্য সুযোগ সৃষ্টি করেছেন মেরি ওলস্টোনক্রাফট। আমিও নারীদের জন্য অবদান রাখতে চাই যেন তারা যেকোনো ক্ষেত্রে কাজের সুযোগ পান। কোনো সীমাবদ্ধতা নেই। এখন এমন কোনও খাত নেই যেখানে নারীরা কাজ করতে পারে না।’

২০২১ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নিকারাগুয়ার পক্ষ থেকে অংশ নিয়েছিলেন শেনিস পালাসিয়স। শীর্ষ ৪০ পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন তিনি।

২০০০ সালের ৩০ মে নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় জন্মগ্রহণ করেন শেনিস পালাসিয়স। তার উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি।

ইউনিভার্সিদাদ সেন্ট্রোআমেরিকানায় গণযোগাযোগে ডিগ্রি অর্জন করেছেন শেনিস পালাসিয়স। বিশ্ববিদ্যালয়ে ভলিবল খেলায় সুনাম আছে তার।

ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইনস্টাগ্রামে বেশ সক্রিয় শেনিস পালাসিয়স। তার ফলোয়ার সংখ্যা ৬ লাখ ৫১ হাজার।

টিকটকে বিখ্যাত তারকাদের একজন শেনিস পালাসিয়স।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ