Connect with us

বলিউড

‘জওয়ান’ ট্রেলারের যে সংলাপ ঝড় তুলেছে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘জওয়ান’ সিনেমার দৃশ্যে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

‘ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বল’– ‘জওয়ান’ সিনেমার ট্রেলারে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বলা এই সংলাপ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এর মাধ্যমে ছেলে আরিয়ান খানকে ভুয়া মাদক মামলায় গ্রেফতার ও দোষী প্রমাণের অপচেষ্টার ঘটনায় রূপক বার্তা দিয়েছেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা। এমনটাই মনে করেন নেটিজেনরা। কারণ সংলাপটি শুরুর সময় পর্দায় লেখা আসে, ‘প্রযোজনায় গৌরি খান।’

‘জওয়ান’ সিনেমার ২ মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারটির এমন আরো কয়েকটি দৃশ্য সিনেমাহলকে স্টেডিয়ামে পরিণত করবে বলে আশা করা হচ্ছে। ভক্তদের চোখে– এটি কোনো ট্রেলার নয়, এ যেন সুনামি! বলিউড নির্মাতা করণ জোহর কয়েকদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিসে সিনেমার নাম না জানিয়ে মন্তব্য করেন, শতাব্দীর সেরা ট্রেলার দেখেছেন। তিনি যে ‘জওয়ান’-এর ইঙ্গিত দিয়েছিলেন, আজ সেটা প্রমাণ হয়ে গেলো। তার সঙ্গে একই সুর তুলেছেন নেটিজেনরা। এখন সবার মুখে মুখে, ‘এটি সত্যিই শতাব্দীর সেরা ট্রেলার!’

‘জওয়ান’ সিনেমার দৃশ্যে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

কেউ কেউ মনে করেন, এটি শাহরুখের ক্যারিয়ারের সেরা ট্রেলার। তারকার সমারোহ, দুর্দান্ত সংলাপ, রুদ্ধশ্বাস মারামারি, অভিনয়, প্রেম, আবেগ, হাস্যরস, গান, আবহ সংগীত, বিশাল পরিসর, ভিজ্যুয়াল ইফেক্টসসহ অনেক কিছুর সম্মিলনে কী চমৎকার, অপূর্ব ও দারুণ ট্রেলার। রোমাঞ্চকর ট্রেলারটি দর্শককে টিকিট কিনতে বাধ্য করবে।

‘জওয়ান’ সিনেমার দৃশ্যে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

ট্রেলারে শুরুতে শাহরুখের গলায় শোনা যায়, ‘এক ছিল রাজা, একের পর এক লড়াইয়ে হারতে থাকে। সে ক্ষুধা ও তৃষ্ণা নিয়ে বনে ঘুরে বেড়াচ্ছিল। খুব রেগে ছিলো।’ এরপর ভরপুর মারামারি ও বিনোদনের কিছু ঝলক দেখা গেছে। সবশেষে শাহরুখের এক হাতে বেল্ট দিয়ে শত্রুদের তুলোধুনা করার দৃশ্য ট্রেলারটিকে উঁচুতে নিয়ে গেছে বলে মনে করেন নেটিজেনরা। অনেকে মনে করেন, সিনেমাহলে এই দৃশ্য এলে সব দর্শক শিস দেবেন।

‘জওয়ান’ সিনেমার দৃশ্যে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

সিনেমাটিতে ন্যাড়া মাথায় দেখা যাবে শাহরুখকে। একপর্যায়ে মেট্রোরেলে যাত্রীদের জিম্মি করেন তিনি। তখন আইনশৃঙ্খলা বাহিনীর একজন নারী সদস্য তাকে প্রশ্ন করেন, ‘এটা বলো, তুমি কী চাও?’ তখন মেট্রোরেলে বসে ওয়াকিটকিতে শাহরুখ বলেন, ‘আমি তো চাই আলিয়া ভাটকে।’ ট্রেলারে তার এমন তিন-চারটি দৃশ্য হাস্যরস জুগিয়েছে।

‘জওয়ান’ সিনেমার দৃশ্যে শাহরুখ খান ও নয়নতারা (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

ধারণা করা হচ্ছে, নারী সদস্যের কণ্ঠটি নয়নতারার। পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে তাকে। ট্রেলারের শেষ ভাগে তিনি ওয়াকিটকিতে জানতে চান, ‘এখন আর কী চাও?’ তখন মেট্রোরেলে বসে শাহরুখ বলেন, ‘একটা গান গেয়ে শোনান!’ এরপর আবহ সংগীত হিসেবে বাজতে থাকে ‘রামাইয়া বাস্তাবাইয়া’ গানটি।

‘জওয়ান’ সিনেমার দৃশ্যে বিজয় সেতুপতি (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

নয়নতারার মতোই ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তামিল তারকা বিজয় সেতুপতির। ভয়ঙ্কর অপরাধী কালি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘জওয়ান’ সিনেমার দৃশ্যে দীপিকা পাড়ুকোন (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

অতিথি চরিত্রে শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘পাঠান’ সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোনের ঝলকও আছে ট্রেলারে। নায়কের সঙ্গে ঝুম বৃষ্টিতে কুস্তি লড়তে দেখা যায় তাকে। তখন দীপিকা বলেন, ‘হেরে যাবে!’ তার কথা শুনে শাহরুখ বলেন, ‘প্রথমেই তো হেরে গেছি!’

‘জওয়ান’ সিনেমার দৃশ্যে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

ট্রেলার জুড়ে ব্লকবাস্টারের আবহ দেখছেন ভক্তরা। আশা করা হচ্ছে, সর্বকালের সব বক্স অফিস রেকর্ড ভেঙে ইতিহাস গড়বে ‘জওয়ান’। এর হাজার কোটি রুপি আয় নিশ্চিত দেখছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকরা।

‘জওয়ান’ সিনেমার দৃশ্যে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

আজ দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় ট্রেলারটির প্রকাশনায় হাজির থাকবেন শাহরুখ।গতকাল (৩০ আগস্ট) ভারতের চেন্নাইয়ে শ্রী সায়রাম ইঞ্জিনিয়ারিং কলেজে ‘জওয়ান’ সিনেমার জমকালো অডিও প্রকাশনায় দেখা গেছে তাকে। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন নয়নতারা, প্রিয়ামণি, অ্যাটলি ও সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। সিনেমাটির ‘জিন্দা বান্দা’, ‘চালেয়া’ ও ‘নট রামাইয়া বাস্তাবাইয়া’ গান তিনটি প্রকাশিত হয়েছে।

অ্যাটলি কুমার (ছবি: টুইটার)

‘জওয়ান’-এর মাধ্যমে প্রথমবার দক্ষিণী পরিচালক অ্যাটলি’কে নিয়ে কাজ করেছেন শাহরুখ। এতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, রিধি দোগরা, সঞ্জিতা ভট্টাচার্য, গিরিজা ওক, সুনীল গ্রোভারসহ অনেকে। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’। রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি যৌথভাবে প্রযোজনা করেছেন শাহরুখ-পত্নী গৌরি খান ও গৌরব ভার্মা।

‘জওয়ান’ সিনেমার দৃশ্য (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

চলতি বছরে ‘পাঠান’-এর মাধ্যমে দীর্ঘ চার বছর পর রাজসিক প্রত্যাবর্তনের পর ‘জওয়ান’ হতে যাচ্ছে শাহরুখের দ্বিতীয় সিনেমা। গত ২৫ জানুয়ারি মুক্তির পর যশরাজ ফিল্মস প্রযোজিত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ১ হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ