ঢালিউড
জন্মদিনে হেলিকপ্টারে নিশোর চমক, ’দাগি’ হয়ে ফিরছেন ভক্তদের ‘বস’
অভিনেতা আফরান নিশোর জন্মদিনে এলো বড় চমক। ’দাগি’ নামের নতুন একটি সিনেমা নিয়ে আসছেন তিনি। একটি ভিডিওর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হলো। সব ঠিক থাকলে আগামী বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় ফিরছেন এই তারকা।
আজ (৮ ডিসেম্বর) আফরান নিশোর জন্মদিন। এ উপলক্ষে সন্ধ্যা ৭টায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ‘দাগি’ লেখা একটি হেলিকপ্টারের দরজা খুলে পা রাখলেন আফরান নিশো। এরপর দেখা গেলো ঝুটি বাঁধা চুলে এই তারকাকে।
‘সুড়ঙ্গ’ মুক্তির দেড় বছরেরও বেশি সময় পর আড়াল ভাঙলেন ভক্তদের ’বস’ আফরান নিশো। অবশ্য ’দাগি’তে তার থাকা নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছিলো আগে থেকেই। অবশেষে সব জল্পনার অবসান হলো। ভক্তদের জন্য সুখবর, ’দাগি’ হয়ে ফিরছেন তিনি।
’দাগি’র প্রচারণামূলক ভিডিওর শেষাংশে নিশো বলেন, ’কী? এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁইজা পাইলে কী আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার?’
ভক্ত-দর্শকদের অধীর অপেক্ষার কথা জেনেই আফরান নিশো বলেন, “আমি সবসময়ই গতানুগতিক ধারার বাইরের সিনেমা করতে চাই, যেখানে গল্পও একটি চরিত্র হবে। সেদিক থেকে ‘দাগি’র গল্প আমার খুব ভালো লেগেছে।”
ভিডিওতে আফরান নিশো ছাড়াও হাজির হয়েছেন সিনেমাটির দুই নায়িকা তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। এরপর ফ্রেমে আসেন পরিচালক শিহাব শাহীন ও দুই প্রযোজক আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের স্বত্বাধিকারী শাহরিয়ার শাকিল এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও রেদওয়ান রনি। তাদের পাশাপাশি ‘দাগি’ প্রযোজনা করছে পশ্চিমবঙ্গের এসভিএফ।
‘ছুঁয়ে দিলে মন’ মুক্তির ১০ বছর পর আবার বড় পর্দার জন্য সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন শিহাব শাহীন। নিশোকে নিয়ে দর্শকদের প্রত্যাশার কথা ভালোই জানেন তিনি। তবে সেই চাপ নিতে চান না এই নির্মাতা। তার কথায়, ’এটি একটি গল্পনির্ভর সিনেমা হবে। গল্পই এই সিনেমার হিরো। মুক্তি ও প্রায়শ্চিত্তের গল্প থাকছে এতে। এর মাধ্যমে দর্শকরা নতুন কিছু দেখতে পারবেন। এমন গল্প এখানকার দর্শক আগে দেখেননি। দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি।’
‘সুড়ঙ্গ’ মুক্তির পর আফরান নিশোর মতোই দেড় বছরের বেশি সময় ধরে বড় পর্দায় নেই তমা মির্জা। এরমধ্যে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছেন। ‘দাগি’তে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ”এটি আমার জন্য একইসঙ্গে চ্যালেঞ্জের ও প্রশান্তির। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারছি কিনা সেটি একটি চ্যালেঞ্জ। অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিকঠাক একটি কাজের মাধ্যমে ফিরতে পারছি। ’দাগি’র গল্প অনেক ভালো লেগেছে, সেজন্যই কাজটি করছি। তবে কার বিপরীতে কাজ করছি সেটি গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।”
দর্শকদের প্রত্যাশা কি ‘দাগি’ মেটাতে পারবে? এমন প্রশ্নের উত্তরে আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, ’আমরা এই প্রত্যাশার কথা জানি, বুঝি ও সম্মান করি। দর্শকদের প্রত্যাশা যেন পূরণ হয় সেই চেষ্টা করে যাচ্ছি আমরা। সেজন্যই আফরান নিশোকে নতুন রূপে ফেরাচ্ছেন শিহাব শাহীন। নতুন কিছুই হবে।’
সিনেমার অন্যতম প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “এখন এতটুকু বলতে পারি, ’দাগি’র গল্প অসাধারণ। শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা। সব মিলিয়ে কাজটি নতুন একটি মানদণ্ড তৈরি করবে বলে আমি আশাবাদী। ’দাগি’তে দর্শকরা সেই চেষ্টা খুঁজে পাবেন।”
সিনেমাটির শুটিং কবে ও কোথায় হবে সেসব এখনই বলতে চান না নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। ধীরে ধীরে সব তথ্য দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস