Connect with us

টেলিভিশন

জাহিদ-মোশাররফ-তিশার ‘হালদা’, সিয়াম-পূজার ‘পোড়ামন ২’ এবং পূর্ণিমার ২ সিনেমা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ঈদুল আজহা উপলক্ষে বড় পর্দার সিনেমা উপভোগ করা যাচ্ছে ছোট পর্দায়। টেলিভিশন চ্যানেলে ঈদ অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ তারকাবহুল সিনেমা। জেনে নিন আজ (৫ জুলাই) ঈদের সপ্তম দিন কোন চ্যানেলে কী ছবি দেখতে পারেন।

সিনেমার দৃশ্যে শাকিব খান ও অপু বিশ্বাস (ছবি: ফেসবুক)

এটিএন বাংলা
ঈদের সপ্তম দিন সকাল ১০টা ২০ মিনিটে রকিবুল আলম রকিবের ‘প্রেমিক নাম্বার ওয়ান’ এবং দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে সোহানুর রহমান সোহানের ‘কোটি টাকার প্রেম’। দুটি সিনেমাতেই অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

চ্যানেল আই
ঈদের সপ্তম দিন সকাল ১০টা ১৫ মিনিটে রয়েছে রাশেদ শামীম স্যামের ‘পরী’। অভিনয়ে মীম মানতাশা, আমান রেজা, ওমর সানি।

‘পোড়ামন ২’ সিনেমায় সিয়াম আহমেদ ও পূজা চেরি (ছবি: জাজ মাল্টিমিডিয়া)

এনটিভি
ঈদের সপ্তম দিন সকাল ১০টা ৫ মিনিটে দেখানো হবে রায়হান রাফীর ‘পোড়ামন ২’। অভিনয়ে সিয়াম আহমেদ, পূজা চেরি।

আরটিভি
ঈদের সপ্তম দিন সকাল ১০টা ১০ মিনিটে থাকছে জাকির হোসেন রাজুর ‘মা আমার স্বর্গ’। অভিনয়ে শাকিব খান ও পূর্ণিমা।

বৈশাখী টেলিভিশন
ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৪০ মিনিটে প্রচার হবে মালেক আফসারীর ‘আমি জেল থেকে বলছি’। অভিনয়ে মান্না, মৌসুমী, নদী।

পূর্ণিমা (ছবি: ফেসবুক)

মাছরাঙা টেলিভিশন
ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে কাজী হায়াতের ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’। অভিনয়ে কাজী মারুফ, পূর্ণিমা।

চ্যানেল নাইন
ঈদের সপ্তম দিন সকাল ৯টায় তানভীর মোকাম্মেলের ‘চিত্রা নদীর পাড়ে’ (আফসানা মিমি, তৌকীর আহমেদ) এবং দুপুর ১২টা ৩০ মিনিটে দেখানো হবে সায়মন তারিকের ‘গুন্ডামি’ (শাহরিয়াজ, বিপাশা কবির)।

‘হালদা’ সিনেমায় নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান (ছবি: ফেসবুক)

দীপ্ত টিভি
ঈদের সপ্তম দিন সকাল ৯টায় শাহ মো. সংগ্রামের ‘বলবো কথা বাসর ঘরে’ (শাকিব খান, শাবনূর, সাহারা), দুপুর ১টায় তৌকীর আহমেদের ‘হালদা’ (জাহিদ হাসান, মোশারফ করিম, নুসরাত ইমরোজ তিশা) এবং রাত ১১টা ১০ মিনিটে থাকছে ‘কুংফু হাসল’ (স্টিফেন চাও)।

নাগরিক টিভি
ঈদের সপ্তম দিন সকাল ৮টায় উত্তম আকাশের ‘ওরা দালাল’ (শাকিব খান, রচনা ব্যানার্জি), সকাল ১০টা ৩০ মিনিটে শাহাদাৎ হোসেন লিটনের ‘রুখে দাঁড়াও’ (শাকিব খান, সাহারা), দুপুর ১টা ৩০ মিনিটে শাহীন সুমনের ‘সন্তান আমার অহংকার’ (শাকিব খান, অপু বিশ্বাস) এবং বিকেল ৫টায় প্রচার হবে সাফিউদ্দিন সাফির ‘ওয়ার্নিং’ (আরিফিন শুভ, মাহিয়া মাহি)।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ