Connect with us

গান বাজনা

‘ঝুমকা’র সাফল্যের পর মুজা ও জেফারের ‘আড়ালে হারালে’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মুজা, জেফার রহমান ও ডিজে সানজয় (ছবি: ফেসবুক)

জেফার রহমান ও মুজার গাওয়া ‘ঝুমকা’ অভাবনীয় সাফল্য পেয়েছে। গানটির মিউজিক ভিডিও ইউটিউবে ১০ কোটির ঘর অতিক্রম করেছে। এমন মাইলফলক স্পর্শ করার দিনে (১৮ জানুয়ারি) আরেকটি দ্বৈত গান নিয়ে এলেন তারা। এর শিরোনাম ‘আড়ালে হারালে’। তারাই এটি সুর করেছেন। তাদের সঙ্গে এর কথা লিখেছেন বাঁধন।

জেফারের ইউটিউব চ্যানেল ও স্পটিফাইতে গানটি এসেছে। ‘আড়ালে হারালে’র মিক্স ও সংগীত প্রযোজনা করেছেন ডিজে সানজয়। এবারই প্রথম বাংলাদেশের জন্য কাজ করলেন তিনি। যুক্তরাষ্ট্র, ভারত বিশেষ করে বলিউড ও আরবান পাঞ্জাবি সংগীতে জনপ্রিয়তা আছে তার। তার প্রযোজনায় গান করেছেন অরিজিৎ সিং, গুরু রানধাওয়া, সুনিধি চৌহান, জোনিতা গান্ধী, বেনি দয়াল, ‘আমেরিকান আইডল’ খ্যাত এলিয়ট ইয়ামিন, ট্রেভর হোমস, অ্যাশ কিং প্রমুখ।

মুজা, জেফার রহমান ও ডিজে সানজয় (ছবি: ফেসবুক)

‘ঝুমকা’র সাফল্যে উচ্ছ্বসিত জেফার বলেন, ‘নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে আশা করি। এটি আমাদের তিন বন্ধুর সমন্বিত কাজ। গত বছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গানটির কাজ শেষ করি আমরা। মুজার সঙ্গে আমাকে দর্শক-শ্রোতারা আগেও গ্রহণ করেছেন। এবার যুক্ত হলেন সানজয়। তার পারফরম্যান্সে এটি নতুন মাত্রা পেয়েছে।’

সিনেমাওয়ালা প্রচ্ছদ